shono
Advertisement

সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, দাবি নির্মল মাজির

নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন তৃণমূল নেতা।
Posted: 10:00 PM Jun 27, 2022Updated: 10:10 PM Jun 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য়েই মা সারদাকে খুঁজে পেলেন নির্মল মাজি। সোমবার এক অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে শুধু আবেগের বশে ‘মা সারদা’ বলে সম্বোধনই করলেন না, নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন তৃণমূল নেতা।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে তাঁর বিশ্বস্ত সৈনিকদের অন্যতম হলেন এই নির্মল মাজি (Nirmal Maji)। তবে গত মাসেই একাধিক অভিযোগের জেরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। তবে দল তথা দলনেত্রীর প্রতি তাঁর কর্তব্য, নিষ্ঠা এতটুকু যে ক্ষুণ্ণ হয়নি, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ‘দিদি’ অন্তপ্রাণ নির্মল মাজি মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও তৈরি থাকেন। সেই ধারণাই যেন আরও একবার প্রকট হয়ে উঠল।

[আরও পড়ুন: SLST নিয়োগ পরীক্ষায় ভুল প্রশ্ন, পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের]

আজ এক অনুষ্ঠানে নির্মল মাজি দাবি করেন, ‘দিদিই মা সারদা!’ এ নিয়ে তাঁর ব্যাখ্যা, “মৃত্যুর দিনকয়েক আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে মা সারদা বলেছিলেন, পরবর্তীতে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হব। রাজনৈতিক কাজ কর্মও করব।”

এরপরই তিনি মমতাকে মা সারদা বলার পক্ষে যুক্তি করে যোগ করেন, “সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) মা সারদা। কারণ দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।”

তবে নির্মলই প্রথম নন। এর আগে কামারহাটির বিধায়ক মদন মিত্রও মমতার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বলে দাবি করেছিলেন। আবার মানস ভুইঞাঁ মমতাকে তুলনা করেছিলেন মা দুর্গার সঙ্গে। আর এদিন সরাসরি নির্মল মাজি দাবি করলেন, মমতাই মা সারদা। যদিও তাঁর এমন মন্তব্যের পরই বিরোধীদের কেউ কেউ কটাক্ষ করতে শুরু করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement