সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: INDIA জোটের বৈঠকে যোগ দিতে আগামী ৩০ আগস্ট, বুধবারই মুম্বইয়ে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারের সঙ্গে ৩১ তারিখ চা চক্র। শোনা যাচ্ছে, সেদিনই রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে জয়া-অমিতাভের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই জয়া-অমিতাভের সুসম্পর্ক। ‘দিদির ডাকে’ সাড়া দিয়ে একাধিকবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলোকিত করেছেন বচ্চন-দম্পতি। গতবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে অমিতাভকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছিলেন মমতা। অন্যদিকে, কলকাতা নিয়ে বিগ বি’রও আবেগের অন্ত নেই। কেরিয়ারের শুরুয়াৎ শহর তিলোত্তমা থেকেই। উপরন্তু ‘ধন্যি মেয়ে’কে বিয়ে করে তিনি বাংলার ‘ঘরের জামাই’। তাই বরাবর বাংলা এবং বাঙালিদের প্রতি টান বলিউড শাহেনশার।
[আরও পড়ুন: কেমন হল মদন মিত্রর ‘ওহ! লাভলি’? নেতা কি অভিনেতা হয়ে উঠতে পারলেন?]
এমনকী, একুশের বিধানসভা নির্বাচনেও ‘বাংলার মেয়ের’ হাত শক্ত করতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন। তৃণমূলের হয়ে প্রচার সেরে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেত্রী-সাংসদ। তবে রাজনীতির বাইরে গিয়েও জয়া-মমতার বেজায় সখ্য। সেই বন্ধুত্ব থেকেই মুম্বই সফরে বাংলার মুখ্যমন্ত্রীকে জলসায় আমন্ত্রণ জানিয়েছেন জয়া-অমিতাভ। অতঃপর মুম্বই সফরে সময় করে বচ্চন দম্পতির সঙ্গে দেখা করতে যাবেন কিনা মমতা? সেই দিকেই বর্তমানে নজর বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দান।