shono
Advertisement

বিশ্বভারতী-অমর্ত্য সেন জমিজটে কড়া সিদ্ধান্ত! নোবেলজয়ীর বাড়ির সামনে বিধায়কদের অবস্থানের নির্দেশ মমতার

বাউলদের অবস্থানে যুক্ত করার নির্দেশ।
Posted: 05:25 PM May 02, 2023Updated: 05:32 PM May 02, 2023

গৌতম ব্রহ্ম: বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের (Amartya Sen) জমিজট চরমে উঠেছে। জোরপূর্বক নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিস দিয়েছে ঐতিহ্যবাসী শিক্ষাপ্রতিষ্ঠান। এনিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্যের। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধায়কদের নির্দেশ, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় সেক্ষেত্রে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে।

Advertisement

দীর্ঘদিন ধরে শিরোনামে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমিজট। সম্প্রতি বিশ্বভারতী উচ্ছেদ নোটিস পাঠায় অমর্ত্য সেনকে। ৬ মে জমি খালি করার শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে বলে জানানো হয় সেখানে। প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করবে এমনও হুশিয়ারিও দেয়। এর পালটা আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এপ্রসঙ্গেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রনাথ সিনহাকে তিনি নির্দেশ দেন, বিশ্বভারতী (Viswa Bharati) যদি জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে সেক্ষেত্রে প্রতীচীর সামনে শান্তিপূর্ণ অবস্থানের। দলের নেতা-কর্মীর পাশাপাশি বাউলদেরও এতে যুক্ত করার কথা বলেন তিনি।

[আরও পড়ুন: যখন তখন কাপড়ে প্রস্রাব! বহুদিনের সমস্যা থেকে মহিলাকে মুক্তি দিল মেডিক্যাল কলেজ]

জমিজটের শুরু থেকেই নোবেলজয়ীর পাশে মুখ্যমন্ত্রী। নিজে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছেন। আক্রমন করেছেন বিশ্বভারতীকে। হুঁশিয়ারিও দিয়েছেন। তাতেও বিশেষ লাভ হয়নি। পরবর্তীতে মমতা বলেছেন, বাড়ি ভাঙার চেষ্টা হলে বুলডোজারের সামনে বসে তা আটকাবেন তিনি। মঙ্গলবার তিনি ফের প্রমাণ করে দিলেন, এই আন্দোলনে নোবেলজয়ীর পাশেই রয়েছেন মমতা।

[আরও পড়ুন: ‘চব্বিশে পরিবর্তন আসবেই’, তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার