shono
Advertisement

Breaking News

‘নীরব মোদি একটা গট আপ গেম’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার

নীরব মোদির গ্রেপ্তারিতে কেন্দ্রের কৃতিত্ব নেই, দাবি মুখ্যমন্ত্রীর৷ The post ‘নীরব মোদি একটা গট আপ গেম’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:51 PM Mar 20, 2019Updated: 07:51 PM Mar 20, 2019

সন্দীপ চক্রবর্তী: ‘পিএনবি ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদির দেশ ছেড়ে পালানো এবং নির্বাচনের আগেই লন্ডনে তার গ্রেপ্তার হওয়া, সম্পূর্ণটাই একটা চাল৷ পুরোটাই গট আপ৷’’ বুধবার ঠিক এই ভাষাতেই দিল্লির সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আশঙ্কা প্রকাশ করে জানালেন, পর্দার আড়ালে অন্য কেউ রয়েছে৷ তিনিই এই সমস্ত খেলার মাস্টারমাইন্ড৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, নির্বাচনে জিততে আগামী দিনে এমন আরও অনেক চমক দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[দোলে জাল মদ রুখতে তৎপর প্রশাসন, গোয়েন্দা নজরে শহরের দশটি পয়েন্ট ]

এমনকী, তিনি আরও জানান, লন্ডনে পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদির গ্রেপ্তারিতে মোদি সরকারের কোনও ভূমিকা বা কৃতিত্ব নেই৷ বরং দেশকে বিলগ্নিকরণের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীকে আরও বিপদের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি৷ দেশের মানুষের সঙ্গে ‘গদ্দারি’ করছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ এই সমস্ত কিছুর উত্তর দেবেন৷

[জোট নিয়ে নয়া কৌশল কংগ্রেসের, ‘শক্তিহীন’ পাঁচটি আসন ছাড়া হল বামেদের জন্য]

উল্লেখ্য, বুধবারই লন্ডনে গ্রেপ্তার হয়েছেন পিএনবি ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদি৷ ওই দিনই তাকে তোলা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে৷ জামিনের জন্য আদালতের কাছে আপিল করেন ১৪ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদি৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি৷ উলটে ২৯ মার্চ পর্যন্ত নীরব মোদিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি৷ সূত্রের খবর, এই নির্দেশ ঘোষণার সময় বিচারপতি নীরব মোদির আত্মসমর্পণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন৷ জানান, জামিন পেয়ে গেলে নীরব মোদি আত্মসমর্পন নাও করতে পারেন৷ এবং তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন তিনি৷ জানা গিয়েছে, এরপরেও অন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে নীরব৷ সেক্ষেত্রে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ পাশাপাশি, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেছে ভারত সরকারও৷

The post ‘নীরব মোদি একটা গট আপ গেম’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement