shono
Advertisement

পার্কিং বিবাদে বন্ধ হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল! আজই ফের চালুর নির্দেশ মমতার

মন্ত্রী মনোজ তিওয়ারি এবং পুরসভার দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় কার্নিভ্যাল।
Posted: 12:04 PM Dec 28, 2023Updated: 02:13 PM Dec 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজে আসরে নেমে হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কিংয়ের নামে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে আচমকা অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। হাওড়া পুরকর্তৃপক্ষের অভিযোগ, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ‘ঘনিষ্ঠ’দের আপত্তিতেই অনুষ্ঠান মাঝপথেই বন্ধ হয়ে যায়।

Advertisement

গত ২২ ডিসেম্বর, হাওড়ার ডুমুরজলায় ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়। অভিযোগ, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামে অবৈধভাবে পার্কিংয়ের নামে টাকা নেওয়া হচ্ছিল। গত ২২ ডিসেম্বর মেলা চালু হওয়ার দিন থেকে এই টাকা তোলে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম উল্লেখ করে মা তারা পার্কিং নামে একটি এজেন্সি। অবৈধভাবে বাইক প্রতি দশ টাকা ও সাইকেল পিছু পাঁচ টাকা করে আদায় করা হয়। কর্পোরেশনের নাম করে টাকা নেওয়া হলেও দেওয়া হয়নি কোনও বৈধ রসিদ। এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি ঘটনাস্থলে যান। যারা অবৈধভাবে পার্কিংয়ের টাকা আদায় করছিল, তাদের ধরে মন্ত্রীর হাতে তুলে দেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।

[আরও পড়ুন: লোকসভা ভোটে মোদির সাফল্য কামনায় পুতিন, জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ রুশ প্রেসিডেন্টের]

মহম্মদ আরবাজ, মহম্মদ জাহাঙ্গির, মহম্মদ শামসাদ, দীপু দুবে নামে অভিযুক্ত তোলা আদায়কারীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা রাজেশ তিওয়ারি ও সৌরভ দত্ত নামে দুই ব‌্যক্তির নির্দেশে টাকা তুলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সৌরভ দত্ত হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী। তার নির্দেশেই অবৈধভাবে পার্কিং ও স্টল থেকে টাকা তোলা হয়।

বিধায়ক অভিযুক্তদের জগাছা থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন ও যাতে অন‌্য কোনও ব্যক্তি পার্কিংয়ের নামে অবৈধভাবে তোলা আদায় না করতে পারে, সেই ব্যাপারে আশ্বস্ত করেন। এর পরই রাতারাতি হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল বন্ধ হয়ে যায়। তবে তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চাকলা যাওয়ার পথে তিনি উষ্মাপ্রকাশ করেন। অবিলম্বে মেলা শুরুর নির্দেশ দেন।

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার