সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: কেন্দ্রকে বকেয়া মেটানোর সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বকেয়া মেটাতে হবে। তা না হলে ধরনায় বসবেন খোদ মমতা। সোমবার সেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে বকেয়ার মেটানোর দাবিতে রেড রোডে দুদিনের ধরনা দিয়েছিলেন তিনি। এবার ফের একবার ধরনার হুঁশিয়ারি দিয়ে রাখলেন।
সোমবার উত্তরকন্যার পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, “১ তারিখ (ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করব। সাতদিন সময় দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও।” সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “মানুষ ঘর পাবে না. কাজের পারিশ্রমিক পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব।” মুখ্যমন্ত্রীর কথায়, “১০০ দিনের কাজের টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধরনায় বসব।” মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে ফেব্রুয়ারির শুরু থেকেই বকেয়া আদায়ের দাবিতে আবার বড়সড় কর্মসূচি নিতে চলেছে দল।
[আরও পড়ুন: চার মাসের যুদ্ধে প্রথমবার, রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি ইজরায়েলের]
প্রসঙ্গত, রাজভবনে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপালের চা চক্রের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেছিলেন, ‘‘কেন্দ্র বঞ্চনা করছে। বিপুল টাকা বকেয়া। বার বার দাবি করা সত্ত্বেও তারা টাকা দিচ্ছে না। অফিসার স্তরের বৈঠকও হয়ে গেল। এতেও কাজ না হলে আমরা আর সাতদিন দেখব। সাতদিন পর থেকে লাগাতার তীব্র আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।’’ এবার ধরনায় বসার দিনক্ষণ বলে দিলেন মমতা। তবে কলকাতা নাকি দিল্লির বুকে তিনি আন্দোলন করবে তা অবশ্য স্পষ্ট নয়। এদিকে মুখ্যমন্ত্রীর ধরনার পালটা ধরনায় বসার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।