shono
Advertisement

দিল্লি যাচ্ছেন মমতা, কংগ্রেসের সঙ্গে বৈঠকে নেই বামেরা

দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সাক্ষাত্‍ হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ The post দিল্লি যাচ্ছেন মমতা, কংগ্রেসের সঙ্গে বৈঠকে নেই বামেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Dec 26, 2016Updated: 03:02 PM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক কর্মসূচিতে যোগ দিতে আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার দুপুরের উড়ানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের এক সভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা-নেত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে৷ ওই সভায় যোগ দেবে বিজেপি বিরোধী প্রায় সব ক’টি রাজনৈতিক দলের নেতৃত্ব৷

Advertisement

এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সাক্ষাত্‍ হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তবে কংগ্রেসের সঙ্গে বৈঠকে সিপিএম যোগ দেবে না বলেই এদিন কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি৷ তিনি জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের পর থেকে বামেদের আন্দোলনের শুরু হবে৷ সভায় যোগ না দিলেও সংসদে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে বলেও আজ কলকাতায় জানিয়েছেন ইয়েচুরি৷ তবে কাউকে না জানিয়ে আচমকাই ওই সভা ডেকেছে কংগ্রেস, অভিযোগ ইয়েচুরির৷

প্রথম থেকে নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন মমতা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক সংগ্রাম বিরোধীদের একত্রিত করেছে৷ সেই প্রেক্ষিতে মঙ্গলবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ আগামী ৩০ তারিখ পুরনো নোটের সময়সীমা শেষ হচ্ছে৷ কিন্তু নোটবন্দি নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস৷ সেই আন্দোলন যে চলতেই থাকবে সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা৷ এর আগে দু’দফায় দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সফর করেছেন বেশ কয়েকটি রাজ্যেও৷

The post দিল্লি যাচ্ছেন মমতা, কংগ্রেসের সঙ্গে বৈঠকে নেই বামেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement