সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মেনে নিয়ে কি জোটের জট কাটাতে উদ্যোগী কংগ্রেস? রাহুল গান্ধীর মন্তব্য ফের জল্পনা উসকে দিল। আরও একবার মমতাকে জোটবার্তা দিলেন কংগ্রেস নেতা। তাঁকে বলতে শোনা গেল, মমতা এখনও ইন্ডিয়া জোটের এক উল্লেখযোগ্য অংশ।
ঠিক কী বললেন রাহুল (Rahul Gandhi)? সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ”মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ। বাকি সদস্যদের অধিকাংশই এখনও জোটেরই অংশ। নীতীশ কুমার জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আপনারা বুঝতেই পারছেন কেন তিনি জোট ছাড়লেন। সে ঠিক আছে। আমরা বিহারেও লড়ব ইন্ডিয়া জোট হিসেবেই সুতরাং আমি একমত নই যে আমাদের বহু সঙ্গীই আর জোটের অংশ নয়।”
[আরও পড়ুন: কেজরির সচিব, সাংসদের বাড়িতে হানা, ‘ভুয়ো জবানবন্দিতে সই করাচ্ছে ইডি’, তোপ আতিশীর]
উল্লেখ্য, এর আগেও এমন কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই গুয়াহাটি থেকে কংগ্রেস নেতা রাহুল বলেন, “আমার সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে। তবে সমস্যা যাই থাক, সেসব মিটে যাবে। ” মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। এবার ফের জোটবার্তা দিতে দেখা গেল তাঁকে।