shono
Advertisement

‘আয়নায় নিজেদের মুখ দেখুন’, সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের নেতাদের তোপ মমতার

‘অভিযোগ এলে রেয়াত হন’, স্পষ্ট হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর৷ The post ‘আয়নায় নিজেদের মুখ দেখুন’, সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের নেতাদের তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:29 PM Jun 28, 2019Updated: 08:29 PM Jun 28, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ‘কাটমানি নেওয়া চলবে না৷ আয়নায় নিজেদের মুখ দেখুন৷ নিজেদের শুধরে নিন’৷ লোকসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুঁশিয়ারির সুরে জানালেন, এবার আর কোনও রেয়াত নয়৷ এই ধরনের অভিযোগ এলেই কড়া শাস্তি দেওয়া হবে অভিযুক্ত নেতাকে৷ অভিযোগ প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তার করবে তাঁকে৷ এবং আইন মেনে যথাযথ ব্যববস্থাও নেওয়া হবে অভিযুক্ত নেতার বিরুদ্ধে৷

Advertisement

[ আরও পড়ুন: শহরে উষসী কাণ্ডের ছায়া, এবার হেনস্তার শিকার সোনাজয়ী মহিলা বক্সার ]

জানা গিয়েছে, কালীঘাটে হওয়া শুক্রবারের সাংগঠনিক বৈঠকে প্রথম থেকেই রণংদেহী রূপে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুরু থেকেই ধরে ধরে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বে সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করেন তিনি৷ জনসংযোগে ব্যর্থ হওয়ায় জেলার নেতাদের কার্যত তুলোধনা করেন তিনি৷ মানুষ যে তাঁদের প্রতি বিতঃশ্রদ্ধ তা বুঝিয়ে দেন দলনেত্রী৷ বলেন, ‘‘মানুষের কাছে না যাওয়ায় লোকসভা নির্বাচনে দলের এই বিপর্যয় হয়েছে৷ দলে থাকতে হলে সঠিক ভাবে কাজ করতে হবে৷ কেউ তা না মানতে চাইলে, দল থেকে বেরিয়ে যেতে পারেন৷’’ সূত্রের খবর, এদিনের বৈঠকে গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তীকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন তৃণমূল সুপ্রিমো৷ এলাকায় বালি খাদান চালানোয় নেত্রীর তোপের মুখে পড়েন তিনি৷ তাঁর বিধানসভা কেন্দ্রে আগে যেখানে ষাট হাজারের লিড ছিল তৃণমূলের, এবারের লোকসভায় কীভাবে তা কমে ১২ হাজার হল, সেই নিয়ে প্রশ্ন করেন দলনেত্রী৷ এলাকায় না যাওয়ার অভিযোগে একই ভাবে সুপ্রিমোর তোপের মুখে পড়েন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ৷

[ আরও পড়ুন: মিশন-২০২১, এখন থেকেই রণনীতি সাজাতে দিল্লিতে বঙ্গ নেতাদের জরুরি তলব শাহর ]

সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য নয়া কোর কমিটিতে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার মাথায় বসানো হয়েছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে৷ এছাড়া কমিটিতে রাখা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, নির্মল ঘোষ ও অমূল্য মাইতিকে৷ এখানেই শেষ নয়, জেলার তফসিলি সেল ও মহিলা সেলের দায়িত্ব দেওয়া হয়েছে শিউলি সাহাকে৷ সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে কওসর আলি খানকে৷ তৃণমূলের শ্রমিক সেলের নেতা করা হয়েছে নির্মল ঘোষকে৷ এবং সভানেত্রী করা হয়ে উত্তরা সিংকে৷ এছাড়া নেত্রীর নির্দেশ, এবার থেকে সপ্তাহে একবার করে বৈঠকে বসতে হবে কোর কমিটিকে৷ জেলার কাজকর্ম কেমন এগোচ্ছে, সেই খবরা খবর রাখতে হবে কমিটির সদস্যদের৷ অঞ্চল ও বুথ কমিটি তৈরি করতে হবে৷

[ আরও পড়ুন: ‘সংখ্যালঘু নয়, প্রত্যেকের জন্য স্কুলে ডাইনিং হল’, বিতর্কে জল ঢেলে নয়া ঘোষণা রাজ্যের ] 

আগেই শুভেন্দু অধিকারীর দায়িত্ব বাড়িয়েছেন দলনেত্রী৷ এবং দায়িত্ব পেয়েই জেলায় জেলায় কাজ শুরু করেছেন তিনি৷ জানা গিয়েছে, শুক্রবারের বৈঠকে নাম না করে ঝাড়গ্রামের প্রাক্তন এসপি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভারতী ঘোষ এবং মুকুল রায়কে একহাত নেন শুভেন্দু অধিকারী৷ বলেন, ‘‘এক পুলিশ অফিসার ও এক নেতার উপর ভরসা করে আমরা ভুল করেছিলাম৷ আমাদের ক্ষতি হয়েছে৷’’ পুলিশের উপর দলের নেতাদের ভরসা কমাতে বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তৃণমূলের জন্মলগ্নের উদাহরণ টেনে তিনি নির্দেশ দেন, পুলিশের উপর নির্ভরতা কমিয়ে, আগের মতো লড়াই করতে হবে দলের সদস্যদের৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে হাজির ছিলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিনের বৈঠকে এসেছিলেন তিনি৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যান৷

The post ‘আয়নায় নিজেদের মুখ দেখুন’, সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের নেতাদের তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement