shono
Advertisement

দেশপ্রেমের নামে দাঙ্গায় ইন্ধন বিজেপি-আরএসএসের, অভিযোগ মমতার

উত্তেজনা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। The post দেশপ্রেমের নামে দাঙ্গায় ইন্ধন বিজেপি-আরএসএসের, অভিযোগ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Feb 18, 2019Updated: 04:10 PM Feb 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলা দুঃখজনক। কিন্তু এই হামলার সুযোগ নিয়ে আরএসএস-বিজেপি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। বাংলা শান্তিপূর্ণ রাজ্য। আরএসএস-বিজেপি-ভিএইচপি পরিকল্পনা করে বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বিস্ফোরক  অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “রাজনীতির নামে কোনওভাবে অশান্তি বাঁধানো চলবে না। আমরা সহ্য করব না।” প্রশাসনকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[পুলওয়ামার পর প্রত্যাঘাতের আশঙ্কা, ঘরে ফিরছেন ভিন রাজ্যের কাশ্মীরি পড়ুয়ারা]

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলওয়ামা হামলার পর সাধারণ মানুষের সংবেদনশীলতাকে রাজনীতিতে কাজে লাগাচ্ছে হিন্দুত্ববাদীরা। তিনি বলেন,”কদিন ধরে দেখছি রাত ১২ টা-১টার পর জাতীয় পতাকা নিজে আরএসএসের লোকজন রাস্তায় বেরোচ্ছে। লোকজনকে দেশপ্রেমের নামে হুমকি দেওয়া হচ্ছে। হিংসা ছড়ানো হচ্ছে। আরএসএস প্রচারকরা এই সুযোগে হিন্দু-মুসলমান-শিখ খ্রিষ্টান দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। আমরা কারও কাছে দেশপ্রেম শিখব না। বেহালা-বনগাঁর মতো জায়গায় এই ঘটনা দেখা গিয়েছে।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, “কেউ কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, প্ররোচনা দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই প্ররোচনায় পা দেবেন না। এটা পুরোটাই আরএসএস-বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের পরিকল্পিত গেম।”
মমতা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, “আমি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি, কড়া পদক্ষেপ নিতে। অপপ্রচার এবং ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকার কাজ করুক। কিন্তু এই সুযোগে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে ক্ষমা করা হবে না। কখনও দাঙ্গায় মদত দেওয়া যাবে না। আমরা এসব সহ্য করব না।”

[ভারতীয় সেনার বড়সড় সাফল্য, নিকেশ পুলওয়ামার মূল চক্রী কামরান]

এদিন পুলওয়ামা নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপি-আরএসএসেরও মুণ্ডপাত করেন মমতা। তিনি বলেন, “আমরা কেউ প্রশ্ন তুলিনি,কারণ আমরা ভেবেছিলাম লড়াইটা একসঙ্গে করব। এখন দেখছি আমরা চুপ করে বসে আর মোদি, অমিত শাহ ভাষণ নিয়ে যাচ্ছে। ভাষণ দেওয়া মানে যা তা নয়। যেন মনে হচ্ছে ওঁরা একাই দেশপ্রেমিক, বাকি সব বৈদেশিক।” এদিন আরও একবার পুলওয়ামা হামলায় দোষীদের শাস্তির দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গোয়েন্দা সূত্র তো আগেই বলেছিল। তবু হামলা চলেছে। আমরা দোষীদের শাস্তি চাই। গাফিলতি থাকলে তারও শাস্তি হওয়া উচিত। কেন ৭৮ টি গাড়ি একসঙ্গে অনুমতি দেওয়া হল? এতগুলো লোককে মরতে হল কেন? এই প্রশ্ন সবার, প্রশ্ন করা থেকে তো কাউকে আটকানো যাবে না।”

The post দেশপ্রেমের নামে দাঙ্গায় ইন্ধন বিজেপি-আরএসএসের, অভিযোগ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement