shono
Advertisement
Kharagpur

জমি সংক্রান্ত বিবাদের জের, গলার নলি কেটে খুন খড়্গপুরে

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Paramita PaulPosted: 05:03 PM Nov 17, 2024Updated: 05:03 PM Nov 17, 2024

অংশুপ্রতিম পাল, খড়গপুর: জমি সংক্রান্ত বিবাদের জের। খড়্গপুরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্ৰামীণ থানার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়।

Advertisement

মৃত নাম উমাশংকর মাহাতো। বয়স ৪৭ বছর। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল। পেশায় জমি ব্যবসায়ী। খড়গপুর গ্ৰামীণ থানার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে রাস উৎসব চলছিল। উৎসব কমিটির সভাপতিও ছিলেন উমাশংকর। শনিবার রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর তাঁর নিজের দোকানে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে উমাশংকরের গলার নলি কেটে খুন করে। পরে দেহটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় তিন অভিযুক্ত। পুলিশ তাদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, পরিবারের সদস্য রাজু মাহাতো-মঙ্গল মাহাতোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। শনিবার রাতে রাজু মাহাতো, মঙ্গল মাহাতো-সহ আরও একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর গ্ৰামীণ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি সংক্রান্ত বিবাদের জের।
  • খড়্গপুরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন ব্যক্তিকে।
  • অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement