শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাংলা থেকে পাকিস্তান, প্যালেস্টাইন, ইরানে তথ্য পাচারের অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার যুবক। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে মহারাষ্ট্রে নিয়ে গিয়েছে মুম্বাই সন্ত্রাস দমন শাখা। সোমবার ধৃতকে তোলা হচ্ছে থানের আদালতে। ঠিক কী করত ওই যুবক তা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, ওই যুবকের নাম মুক্তা মাহাতো। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাঘন পঞ্চায়েতের কাঁকড়ামোড় গ্রামের বাসিন্দা ওই যুবক। সম্প্রতি মুম্বাই থেকে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। তাকে জেরা করতেই প্রকাশ্য আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ধৃতকে জেরা করেই মুক্তার হদিশ পায় তদন্তকারীরা। এর পরই কালিয়াগঞ্জে হানা দেয় তদন্তকারী দল। শুক্রবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাকে মহারাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে।
[আরও পড়ুন: Jalpaiguri: মাথার পিছনে গভীর ক্ষত, নিজের ফ্ল্যাটের সামনেই প্রাথমিক শিক্ষকের রহস্যমৃত্যু]
জানা গিয়েছে, নির্মাণ শ্রমিকের কাজে বাংলা থেকে মহারাষ্ট্রে গিয়েছিল মুক্তা। অভিযোগ, সেখানে থাকাকালীনই জড়িয়ে পড়ে দেশবিরোধী কাজে। তদন্তকারীদের দাবি, দেশের গোপন তথ্য পাকিস্তান ও প্যালেস্টাইনে পাচার করত মুক্তা। যদিও ছেলে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তা মানতে রাজি নন ধৃতের মা। তাঁর দাবি, ছেলে কম্পিউটারে গেম খেলতে গিয়ে কোনওভাবে ফেঁসে গিয়েছে।