সৌরভ মাজি, বর্ধমান: ভুয়ো কেন্দ্রীয় সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি! পূর্ব বর্ধমানে হানেনাতে গ্রেপ্তার প্রতারক। গত কয়েক দিন ধরেই ব্যবসায়ীদের হুমকি দিয়ে লাগাতার টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত এক ব্যবসায়ীর উপস্থিত বুদ্ধির জোরে অভিযুক্তকে পাকড়াও করে বর্ধমান পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রঞ্জিত বসু। উত্তর ২৪ পরগনার বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার নোনাচন্দনপুরের বাসিন্দা। অভিযোগ, রঞ্জিত নিজেকে সেন্ট্রাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক হিসেবে পরিচয় দিতেন। যদিও কেন্দ্রের এধরনের কোনও সংস্থা নেই। গত কয়েক দিন ধরে এই ভুয়ো পরিচয়ে রঞ্জিত পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলছিলেন বলে অভিযোগ।
[আরও পড়ুন: প্যালেস্টাইনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে তৎপর ভারত]
পুলিশ জানিয়েছে, শনিবারও জামালপুরের আধাপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে হানা দেন রঞ্জিত। ব্যবসায়ী শেখ আবদুল কাশেমের কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন রঞ্জিত। সন্দেহ হওয়ায় ব্যবসায়ী তাঁকে বসিয়ে রেখে থানায় ফোন করেন। এর পরই জামালপুর থানার পুলিশ এসে রঞ্জিতকে পাকড়াও করে। যদিও পুলিশকেও নিজের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। রঞ্জিতকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হবে।