নিরুফা খাতুন: ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগ। পুলিশের জালে এক যুবক। ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম দেবাশিস বেরা। অভিযোগ, ২০২০ সালে রাষ্ট্রায়ত্ত্ব একটি ব্যাঙ্ক থেকে নয় লক্ষ টাকার বেশি ঋণ নিয়েছিলেন ওই যুবক। তার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঋণের টাকা শোধ করছিলেন না তিনি। স্বাভাবিকভাবেই টাকা আদায় করতে ব্যাঙ্কের কর্মীরা ওই যুবকের বাড়ির ঠিকানায় হাজির হয়। তখনই প্রকাশ্যে আসে আসল তথ্য।
[আরও পড়ুন: পণের জন্য লাগাতার চাপ! দাবি মেটাতে না পারায় বধূকে খুনের অভিযোগ মুর্শিদাবাদে]
জানা যায়, ঋণের জন্য ব্যাঙ্কে ওই যুবক যে নথিপত্র জমা দিয়েছিলেন সেগুলো সব ভুয়ো। এর পরই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ব্যাঙ্কের তরফে। শনিবার গ্রেপ্তার করা হয়েছে যুবককে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।