সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে রক্তবমি করতে করতেই মৃত্যু হল এক বিমানযাত্রীর। জানা গিয়েছে, মুম্বই (Mumbai) থেকে রাঁচির (Ranchi) বিমানে উঠেছিলেন ৬২ বছর বয়সি ওই ব্যক্তি। বিমানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের জরুরি অবতরণ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে পৌঁছলে ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাইলটের।
সূত্রের খবর, মৃত যাত্রীর নাম দেবানন্দ তিওয়ারি। ৬২ বছর বয়সি ওই ব্যক্তি মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগো (Indigo) বিমানে উঠেছিলেন। বিমানটি টেক অফ করে সোমবার রাত আটটা নাগাদ। বিমান ওড়ার পরেই হঠাৎ অসুস্থ পড়েন দেবানন্দ। বেশ কয়েকবার রক্তবমি করেন তিনি। বাধ্য হয়ে নাগপুর (Nagpur) বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। আশঙ্কাজনক অবস্থায় বিমান থেকে দেবানন্দকে নামিয়ে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: খারাপ আবহাওয়ায় সেনাকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের চেষ্টা, পাক সীমান্তে নিকেশ দুই জঙ্গি]
তবে হাসপাতালের চিকিৎসকরা দেবানন্দকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালের তরফে আইজাজ শামি জানান, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন দেবানন্দ। এছাড়াও টিউবারকিউলোসিস ছিল তাঁর। সেই কারণেই বিমানে উঠে রক্তবমি করেছেন দেবানন্দ। কিন্তু হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়। আপাতত ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে তাঁর দেহ। প্রসঙ্গত, দিনকয়েক আগেই ইন্ডিগোর এক পাইলটের আচমকা মৃত্যু হয়। নাগপুর বিমানবন্দরে টেক অফের ঠিক আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।