shono
Advertisement

টিউবওয়েল থেকে জল নেওয়া নিয়ে বিবাদ, হাঁসুয়ার কোপে খুন যুবক

গুরুতর আহত ১৷ The post টিউবওয়েল থেকে জল নেওয়া নিয়ে বিবাদ, হাঁসুয়ার কোপে খুন যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Oct 21, 2018Updated: 04:15 PM Oct 21, 2018

বাবুল হক, মালদহ: রাস্তার পাশে টিউবওয়েল থেকে কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ৷ হাঁসুয়ার কোপে প্রাণে গেল এক যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ৷ মূল অভিযুক্ত পলাতক৷ ঘটনাটি ঘটেছে মালদহের কুতুবপুরে৷

Advertisement

[প্রতিমা নিরঞ্জনের সময় নদিয়ায় জোড়া দুর্ঘটনা, মৃত ৩]

রাস্তার পাশে টিউবওয়েলটি সরকারি৷ এলাকার সকলেই ওই কল থেকে জল নেন৷ কিন্তু, কে আগে জল নেবেন? তা নিয়ে দুই পরিবারের গণ্ডগোল শুরু হয়েছিল৷ আর সেই গণ্ডগোলের পরিণতি যে এত ভয়াবহ হবে, তা কল্পনা করতে পারেননি কেউই৷ পুরাতন মালদহের কুতুবপুরে রাস্তার পাশেই টিউবওয়েল৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে একই সময়ে কল থেকে জল আনতে গিয়েছিলেন রাজকুমার মণ্ডল ও রাজু মণ্ডলের পরিবারের মহিলারা৷ তখন কলের সামনে দীর্ঘ লাইন৷ কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে বচসা শুরু হয়৷ সেই বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত৷ এদিকে ততক্ষণে ঘটনাস্থলে এসে হাজির রাজু ও রাজকুমারও৷ শুরু হয়ে যায় হাতাহাতি৷ আচমকাই রাজকুমারকে, রাজু হাঁসুয়া দিয়ে কোপ মারে বলে অভিযোগ৷ জামাইকে বাঁচাতে যান রাজকুমারের শ্বশুর সুবল মণ্ডল৷ তিনিও রেহাই পাননি৷ গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ রাতেই মারা যান রাজকুমার মণ্ডল৷ সুবল মণ্ডল এখনও চিকিৎসাধীন৷ এদিকে এই ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত রাজকুমার মণ্ডল৷ রাজকুমার-সহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের লোকেরা৷

[ ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]

The post টিউবওয়েল থেকে জল নেওয়া নিয়ে বিবাদ, হাঁসুয়ার কোপে খুন যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement