shono
Advertisement

ধন্যি ছেলে! ছোবল খাওয়ার পরেও বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক

তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন সকলেই।
Posted: 12:46 PM Oct 24, 2022Updated: 12:58 PM Oct 24, 2022

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: যুবককে বিষধর সাপের (Snake) ছোবল। তবে তাতে এতটুকু কুপোকাত নন তিনি। পরিবর্তে সেই বিষধর সাপকে হাতে ধরে নিয়ে সটান হাসপাতালে যুবক। রবিবার সন্ধেয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যুবকের এমন কাণ্ডে অবাক চিকিৎসকরাও। তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন সকলেই।

Advertisement

মুর্শিদাবাদের মহম্মদপুরের বাসিন্দা মংলু শেখ। রবিবার সন্ধেয় বাড়ির পাশে বাগানে গিয়েছিলেন। কাজকর্ম করছিলেন। বিপদ যে ঘাপটি মেরে বসে আছে, তা বুঝতেই পারেননি যুবক। আচমকাই চন্দ্রবোড়া সাপ তাকে ছোবল মারে। বিষধর সাপের কামড় খেয়েও এতটুকু আতঙ্কিত হননি যুবক। পরিবর্তে সেই সাপটিকে নিজে ধরে ফেলেন। তারপর সাপ হাতে নিয়ে সোজা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হাজির হন।

[আরও পড়ুন: ‘বিরিয়ানিতে কমছে পুরুষত্ব’, আজব দাবিতে ২টি দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ ঘোষ]

মংলুর হাতে জ্যান্ত সাপ দেখে হাসপাতালে উপস্থিত রোগী, রোগীর পরিজন এমনকী চিকিৎসকদের চক্ষু ছানাবড়া। আতঙ্কে যেন জ্ঞান হারানোর জোগাড় অনেকেই। যুবকের কাছে পুরো ঘটনাটি জানতে চান চিকিৎসক। এতটুকু ভয় না পেয়ে সব খুলে বলেন তিনি। তারপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেয়। 

বিশেষজ্ঞদের দাবি, সাপের বিষে যত না মানুষ মারা যান৷ তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ ভয়েই হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তাই সাপে কামড়ানো রোগীর রক্তচাপ যাতে স্বাভাবিক থাকে, সেদিকেই নজর থাকে চিকিৎসকদের৷ কিন্তু সাপে কামড়ানো রোগীর এভাবে হাতে বিষধর সরীসৃপ নিয়ে হাসপাতালে আসার কাহিনি এক্কেবারে ব্যতিক্রমী৷ 

[আরও পড়ুন: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর দিনই কলকাতায় অভিষেক, বিমানবন্দরে তৃণমূল কর্মীদের ভিড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার