সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অনলাইনে প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়েই প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি। যার জন্য সাইবার প্রতারণা নিয়ে আবারও সকলকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা।
ডিজিটাল প্রযুক্তির উন্নতির যুগে আজকাল অনেকেই অনলাইনে যাবতীয় বিল মিটিয়ে দেন। বাড়ি বসেই কাজ হয়ে যায়। সময়ও যেমন বাঁচে তেমনই লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজনও হয় না। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক বাসিন্দাও তেমনই ঠিক করেছিলেন অনলাইনের বিদ্যুতের বিল দিয়ে দেবেন। কিন্তু সেই বিল পেমেন্টকে হাতিয়ার করেই প্রতারণার ফাঁদ পাতে স্ক্যামাররা। কে পেড্ডা রামকৃষ্ণম রাজু জানান, সম্প্রতি তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, আপনাকে ফেব্রুয়ারির বিল মার্চ মাসে মিটিয়ে দিতে হবে। তা না হলেই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে।
[আরও পড়ুন: রোনাল্ডো-মেসির পর ইউরোপ ছাড়লেন নেইমারও, সৌদির আল হিলালে সই করলেন ব্রাজিলীয় তারকা]
মেসেজটির সঙ্গে একটি লিংকও দেওয়া ছিল। বলা হয়েছিল, এই লিংকে ক্লিক করেই বিল মেটানো যাবে। রামকৃষ্ণম রাজু ভাবেন, বিদ্যুৎ বিভাগ থেকেই মেসেজটি এসেছে। সেই সরল বিশ্বাসেই ওই লিংকে ক্লিক করেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। ওই লিংকে গিয়ে পেমেন্ট করেও কোনও রিসিপ্ট পাননি তিনি। তখন তিনি ওই নম্বরে ফোন করেন। ফোনের ওপার থেকে স্ক্যামারের দেওয়া নির্দেশ মেনে একটি অ্যাপ ডাউনলোড করে। আর সেই নির্দেশ মানতেই ১ লক্ষ ৮৫ হাজার টাকা খোয়ান তিনি।
গত ছ’মাসে এই রাজ্যেই পঞ্চাশটিরও বেশি এমন প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বিল মিটিয়ে থাকলে কোনও মেসেজ পেয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। পাশাপাশি কোনও অচেনা নম্বর থেকে আসা কোনও লিংকে ক্লিক করতেও বারণ করা হচ্ছে।