shono
Advertisement

রাস্তার ইট সরাতেই মাথায় রডের আঘাত, প্রতিবেশীদের মারে প্রাণ গেল যুবকের

শোরগোল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়।
Posted: 04:53 PM Dec 19, 2023Updated: 04:55 PM Dec 19, 2023

অভিষেক চৌধুরী, কালনা: রাস্তায় ফেলে রাখা ইট সরাতেই বচসা শুরু। আর তার জেরেই মৃত্যু হল যুবকের। আক্রান্তকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটুলি দফরপোতা এলাকায় নবান্ন উৎসব দেখে গাড়ি করে ফিরছিলেন মামা আজগর শেখ ও ভাগ্নে ফিরোজ শেখ। সেইসময় কয়েকজন প্রতিবেশী আজগরের বাড়ির কাছে রাস্তার মধ্যে ইট সাজিয়ে রেখেছিলেন। গাড়ি ওই ইটের উপর দিয়ে যেতে পারত না। তাই আজগর গাড়ি থেকে নেমে ওই ইট সরাতে গেলে, বচসা বাঁধে। এর পরই প্রতিবেশী আক্কেল শেখ, মচানবী শেখ-সহ বেশ কয়েকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ।

[আরও পড়ুন: বিধানসভায় বাড়ছে পুলিশি প্রহরা! নিরাপত্তা নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত স্পিকারের]

প্রত্যক্ষদর্শী ফিরোজ শেখ জানান, সেই মুহূর্তেই আজগরের মাথায় রড দিয়ে আঘাত করে প্রতিবেশীরা। ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। এমনকী গুরুতর জখম হন ভাগ্নে ফিরোজ শেখও। এই ঘটনায় পূর্বস্থলী থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

 

[আরও পড়ুন: নিলামের দিনই আইপিএলের নিয়মে বড় বদল, বাড়তি সুবিধা পাবেন বোলাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার