shono
Advertisement

পুরীর হোটেল বুক করতে গিয়ে বিপত্তি, এক ক্লিকে ৯২ হাজার টাকা খোয়ালেন ব্যক্তি

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
Posted: 02:20 PM Feb 18, 2023Updated: 02:53 PM Feb 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভিনরাজ্যে গিয়ে কোনও ঝক্কি হোক, তা চাননি তিনি। তাই আগেভাগে হোটেল বুকিং করতে চান। আর সেই পাঁচতারা হোটেল বুকিং করতে গিয়ে ৯২ হাজার টাকা খোয়ালেন তিনি। প্রতারণার শিকার হওয়ার পর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজস্থান থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল গত বছরের অক্টোবরে পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। পরিবার নিয়ে পাঁচতারা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। অনলাইনে হোটেল বুকিং করতে যান। সেই সময় একটি ফোন আসে। হোটেল সংক্রান্ত তথ্য দিতে ফোন বলেই জানানো হয়। এরপর টাকা জমা দিতে বলা হয়। অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়। ওই অ্যাকাউন্টে ৯২ হাজার টাকা পাঠান সোমশুভ্র। তারপর খোঁজ নিয়ে জানতে পারেন হোটেল বুকিং হয়নি। বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।

[আরও পড়ুন: ১২ বছর খাঁচাবন্দি, তবুও অন্তঃসত্ত্বা স্ত্রী গিবন! কোন পথে সঙ্গম জেনে তাজ্জব চিড়িয়াখানা কর্তৃপক্ষ]

বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন সোমশুভ্র। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে চলছে প্রতারণা চক্র। এরপর অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ রাজস্থানে হানা দেয়। অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। শনিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলার কথা। এই প্রতারণা চক্র সংক্রান্ত আরও নানা তথ্যের খোঁজে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাাদ করতে চায় পুলিশ।

[আরও পড়ুন: স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের, ইস্তফা দিলেন নির্বাচকপ্রধান চেতন শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement