shono
Advertisement

মিষ্টি ভুল, ফ্লিপকার্টে আইফোন ১৩ অর্ডার করে মিলল আইফোন ১৪! হতবাক নেটিজেনরা

না চাইতেই হাতে 'চাঁদ' পেয়েছেন এক ক্রেতা।
Posted: 08:47 PM Oct 09, 2022Updated: 08:47 PM Oct 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোজ কত কী ঘটে যাতা তাহা/ এমন কেন সত্যি হয় না আহা…।’ এই প্রতিবেদন পড়ে আপনিও হয়তো রবি ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার এই লাইনগুলিই আওড়াবেন। আপনিও হয়তো ভাববেন, আপনার জীবনেও তো এমন ঘটনা ঘটতেই পারে। যিনি না চাইতেই হাতে ‘চাঁদ’ পেয়েছেন, তাঁর প্রতি খানিক হিংসাও হতে পারে! ভাবছেন, কোন বিষয়ে কথা হচ্ছে? বেশ, তাহলে খোলসা করে বলা যাক। অনলাইনে আইফোন ১৩ অর্ডার করে আইফোন ১৪ হাতে পেলেন এক ক্রেতা!

Advertisement

হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন অনিচ্ছাকৃত গন্ডগোলটি করে ফেলেছে ফ্লিপকার্ট (Flipkart)। উৎসবের মরশুম মানেই অনলাইন শপিং সাইটগুলিতে সেলের বন্যা। আকর্ষণীয় ছাড়ে বিক্রিবাটা। ব্যতিক্রমী নয় জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টও। আকর্ষণীয় অফার পেতেই সম্প্রতি আইফোন ১৩ অর্ডার করেছিলেন অশ্বিন হেজ নামের এক ক্রেতা। কিন্তু ডেলিভারি বয় তাঁর হাতে যা তুলে দিলেন, তা কার্যত অবিশ্বাস্য! নিজের চোখকেও ভরসা করতে পারছিলেন না অশ্বিন। কারণ ১২৮ জিবির আইফোন ১৩-র পরিবর্তে তিনি পেয়েছেন আরও একধাপ উন্নত ও দামি আইফোন ১৪! এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে আর থাকতে পারেননি তিনি। সঙ্গে পোস্ট করেছেন ছবিও।

[আরও পড়ুন: ‘চাকরি চাই’, পোস্টার হাতে ধরনা মঞ্চে মাংস বিক্রেতা BJP কর্মী! ছবি ভাইরাল হতেই বিতর্ক]

তারপর থেকেই ছবিটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকে বলছেন, ফ্লিপকার্ট নিয়ে কতরকম অভিযোগ শোনা যায়। এ যে পুরো উলটো ঘটনা! কেউ কেউ আবার মজা করে ফ্লিপকার্টকে ‘দয়ার সাগর’ আখ্যাও দিয়েছে।

সম্প্রতি অনেক ক্রেতাই দাবি করেছিলেন, আইফোন ১৩ অর্ডার দেওয়ার পরও ডেলিভারি পাওয়া যায়নি। সেই অর্ডার ই-কমার্স সাইটের তরফেই বাতিল করে দেওয়া হয়েছিল। যদিও ফ্লিপকার্ট পরে জানায়, ৭০ শতাংশ ক্রেতাই ডেলিভারি পেয়েছেন। কয়েকজনকে সমস্যায় পড়তে হয়েছে। তবে অশ্বিনের জীবনে ফ্লিপকার্ট মসিহার চেয়ে কম কিছু নয়। মনে মনে নিশ্চয়ই অনেকেই চাইছেন, এমন মিষ্টি ভুল যেন বারবার হয়। 

[আরও পড়ুন: হিন্দু দেবতাদের না মানায় বিক্ষোভ, কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা বৌদ্ধ মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement