shono
Advertisement

নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার মধ্যে উড়ছে স্কুটি! ভাইরাল অবিশ্বাস্য ভিডিও

যুবকের কেরামতি দেখে মুগ্ধ নেটিজেনরা।
Posted: 04:41 PM Dec 17, 2023Updated: 04:41 PM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ইটি’ ছবিতে রাতের আকাশে সাইকেল উড়তে দেখা গিয়েছিল।এই দৃশ্য দিনের বেলার। নীল আকাশে সাদা মেঘের ভেলা, সেই অনেক উঁচুতে উড়ছে একটি স্কুটি! মহাশূন্যে দিব্য বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি এমনই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুর অঞ্চলের মানুষ। ভাইরাল হয়েছে আকাশে স্কুটি চালানোর ওই ভিডিও। ব্যাপারটা কী?

Advertisement

আসলে বিলাসপুর এলাকার বান্ডলা ধার প্যারাগ্লাইডিংয়ের (Paragliding) জন্য বিখ্যাত। এই ঘটনাটিও প্যারাগ্লাইডিংয়েরই। তবু তা ছিল অপূর্ব অভিনবত্বে মোড়া। ইলেক্ট্রিক স্কুটারে চেপে প্যারাগ্লাইডিং করেন এক হর্ষ নামের এক যুবক। পাঞ্জাবের (Punjab) বাসিন্দা ওই যুবক একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার। তবে বিশেষ কেরামতি দেখাতেই স্কুটার-সহ প্যারাগ্লাইডিং করেন তিনি। ই-স্কুটারের ওজন কমাতে তার ব্যাটারি খুলে রাখেন। এর পর সমতল দিয়ে ছুটতে ছুটতে ঝাঁপ দেন পাহাড় ঘেঁষা খাদে। এবং উড়তে শুরু করেন নীল আকাশে, সাদা মেঘের ভেলার পাশে।

 

[আরও পড়ুন: জন্মের দুবছরেই বাজিমাত! সব হুইস্কিকে দশ গোল দিয়ে বিশ্বসেরা এই দেশীয় ব্র্যান্ড]

চমকে দেওয়া কাণ্ড দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় মানুষ। তাঁরা অনেকেই অবাক করা ওই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেন। অনেকেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যা ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বলছেন, ‘ইটি’ সিনেমায় শূ্ন্যে  সাইকেল চালানো দেখেছিলেন, এই প্রথম আকাশে স্কুটি চলতে দেখলেন তাঁরা। 

 

[আরও পড়ুন: ৩৭০ ধারা প্রত্যাহার ‘বিরক্তিকর’, সমালোচনা প্রাক্তন বিচারপতি নরিম্যানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার