সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানশালায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণের জন্য বহিষ্কৃত হওয়ার পর ‘বদলা’ নিতে ফিরে এসে সেই পানশালায় বোমা ছোঁড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ঠিক কী হয়েছিল? মেক্সিকোর (Mexico) প্রান্তিক শহর সান লুইস রিও কলোরাডোর এক পানশালা থেকে বের করে দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার। এরপর তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এক সূত্রের দাবি, ওই পানশালারই কর্মী ছিল অভিযুক্ত।
[আরও পড়ুন: দুর্যোগ মধ্যপ্রদেশে, ভারী বৃষ্টিতে জলমগ্ন উজ্জয়িনীর মহাকাল মন্দির, ভাইরাল ভিডিও]
অভিযোগ, এরপর শনিবার গভীর রাতে ফিরে আসে ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সে রীতিমতো মত্ত অবস্থায় ছিল। এরপরই সে একটি মলোটেভ ককটেল ছুঁড়ে দেয় পানশালার দরজায়। দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে, ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ১১ জন। নিহতদের মধ্যে ৪ জন মহিলা। আহতদের মধ্যেও ৪ জন মহিলা। সব মিলিয়ে আহতের সংখ্যা ৭। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। শহরের মেয়র স্যান্টোস গঞ্জালেজ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।