shono
Advertisement

‘আপনারাই আমাদের দেশের অর্থনীতি’, মদের লাইনে দাঁড়ানো মানুষের মাথায় পুষ্পবৃষ্টি ব্যক্তির

দেখুন সেই ভিডিও। The post ‘আপনারাই আমাদের দেশের অর্থনীতি’, মদের লাইনে দাঁড়ানো মানুষের মাথায় পুষ্পবৃষ্টি ব্যক্তির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM May 05, 2020Updated: 06:04 PM May 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য সব ব্যবসা বা দোকানই প্রায় বন্ধ রয়েছে। তবে তৃতীয় দফার লকডাউনের শুরুতেই বেশ কয়েকটি জিনিসের মধ্যে মদের দোকান খোলারও ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। দেশের বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরাও। এমনকী প্রথম দিন মদের দোকান খোলায় গোটা দেশে মোট ৩৫ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলেও খবর। মঙ্গলবার আর তার হাতে গরম ফল দেখা গেল দিল্লির রাজপথে। মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর পুষ্পবৃষ্টি করে তাঁদের কৃতজ্ঞতা জানালেন এক ব্যক্তি। এই ভিডিওটি স্যোশাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিল্লির চান্দের নগর এলাকার একটি মদের দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। সাপের মতো এঁকেবেঁকে যাওয়া ওই লাইনে থাকা মানুষের উপর পুষ্পবৃষ্টি করেছেন মুখে মাস্ক পড়া একজন ব্যক্তি। লাইনে দাঁড়িয়ে মানুষগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাথা ঝুঁকিয়ে তিনি বলছেন, ‘আপনারাই আমাদের দেশের অর্থনীতি (economy)। সরকারের কাছে তো কোনও টাকা নেই।’

[আরও পড়ুন: স্বাস্থ্য ও অর্থনীতির মধ্যে সরকারকে ভারসাম্য বজায় রাখতে হবে, মন্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর]

দেশের বিভিন্ন জায়গার মতো দিল্লিতেও বাড়ানো হয়েছে মদের দাম। পুরনো দামের উপর ৭০ শতাংশ ‘বিশেষ করোনা ফি’ বসিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন লক্ষ্মীনগরে একটি মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সকাল ৬টা থেকে মদের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আশা করছি সকাল নটার মধ্যে দোকান খুলে যাবে। কিন্তু, পুলিশ ৮.৫৫ মিনিটের মধ্যেই এখানে চলে এসেছে। এবার যদি এখানে কোনও গন্ডগোল হয় তাহলে কে দায়ী হবে। তবে মদের দাম ৭০ শতাংশ বাড়ানোর বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। এটা দেশের জন্য আমাদের তরফে দেওয়া অনুদান হিসেবেই ধরছি।’

[আরও পড়ুন: চেন্নাই পুলিশের অভিনব উদ্যোগ, কনটেনমেন্ট জোনে নজর রাখবে চার চাকার রোবট]

দেখুন ভিডিও:

The post ‘আপনারাই আমাদের দেশের অর্থনীতি’, মদের লাইনে দাঁড়ানো মানুষের মাথায় পুষ্পবৃষ্টি ব্যক্তির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement