shono
Advertisement

ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে অভিনব উপহার প্রেমিকের! চোখের জলে ভাসলেন দু’জনই, ভাইরাল ভিডিও

ভালবাসার মানুষ পাশে থাকলে সব যুদ্ধ জয় করা যায়।
Posted: 04:38 PM Jul 11, 2023Updated: 04:38 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পটা দুই প্রেমিক-প্রেমিকার। নিয়তির হাতে মার খেয়ে প্রেমিকা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন ক্যানসারের সঙ্গে। প্রেমিক আপ্রাণ চেষ্টা করছেন তাঁর ভালবাসার মানুষকে আগলে রাখতে। এক মুহূর্তের জন্য হয়তো মনে পড়ে যাবে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা ও সব্যসাচীর কথা। সর্বক্ষণ অসুস্থ ঐন্দ্রিলার পাশে থেকে লড়াই করেছিলেন সব্যসাচীও। এই গল্পও খানিকটা সেরকম। কঠিন সময়ে প্রেমিকার মুখে হাসি ফোটাতে অভিনব উপহার দিলেন প্রেমিক। যা মন ছুঁয়েছে নেটিজেনদের।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের আয়োজন করে ক্যানসার (Cancer) আক্রান্ত প্রেমিকাকে চমকে দিয়েছেন তাঁর প্রেমিক। জীবনযুদ্ধে এর থেকে ভাল উপহার হয়তো আর কিছু হয় না। তবে এই অভিনব উপহারের কথা আগে থেকে টের পাননি সেই মহিলা। রীতিমতো পরিকল্পনা করে একটি হলে বিয়ের আয়োজন করেন সেই ব্যক্তি।

[আরও পড়ুন: সোনার মতো দামি! টমেটো লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা]

এরপর রেস্তরাঁয় যাবার নাম করে প্রেমিকাকে বাইরে নিয়ে যান তিনি। পথে যেতে যেতে বলেন একটি হল থেকে কিছু কাগজপত্র নেওয়ার আছে তাঁর। তাই রেস্তরাঁয় যাবার আগে সেখানে যেতে হবে। তাঁর কথা মতো রাজিও হয়ে যান প্রেমিকা। যখন তাঁরা হলে পৌঁছন তখন ওই মহিলার মনে হয় সেখানে অন্য কোনও বিয়ে চলছে। তাই তিনি তাঁর প্রেমিককে বারণও করেন ভিতরে না ঢুকতে। কিন্তু সেই ব্যক্তি এক প্রকার জোর করে প্রেমিকাকে নিয়ে ভিতরে ঢোকেন।

তারপরেই সেই মহিলা বুঝতে পারেন এই বিয়ের আয়োজন তাঁর জন্যই করা হয়েছে। স্বাভাবিক ভাবেই আবেগঘন হয়ে পড়েন দু’জনে। দু’জনেরই চোখে দেখা যায় জল। গভীর আলিঙ্গনে আবদ্ধ হন তাঁরা। শুভেচ্ছা জানাতে হলে উপস্থিত ছিলেন তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব সকলে। অবশেষে সমস্ত রীতিনীতি মেনে চার হাত এক হয় যুগলের। মিষ্টি এই ঘটনা কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। ভিডিওটি ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরাও। ভালবাসা যে মারণ অসুখের ভ্রূকুটিকেও নস্যাৎ করে দিতে আবারও প্রমাণ হল তা।

[আরও পড়ুন: বাপরে বাপ! বাবার গলাতেই মালা দিলেন পাক তরুণী, বিয়ের কারণ জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার