shono
Advertisement

FasTag রিচার্জ করতে গিয়ে মাথায় হাত, লাখ লাখ টাকা খোয়ালেন ব্যক্তি

টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
Posted: 04:42 PM Oct 28, 2023Updated: 04:42 PM Oct 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার সাইবার প্রতারণার শিকার আমজনতা। FasTag রিচার্জ করতে গিয়ে একেবারে ২ লক্ষ ৪০ হাজার টাকা খোয়ালেন বছর সাতচল্লিশের এক ব্যক্তি।

Advertisement

গাড়ি নিয়ে টোল প্লাজা অতিক্রম করার সময় FasTag কার্ড স্ক্যান করা হয়। তার মাধ্যমেই টোল ট্যাক্স কেটে নেওয়া হয়। বর্তমানে নগদ লেনদেন রুখতে প্রায় দেশজুড়েই এই নিয়ম চালু হয়ে গিয়েছে। তাই হাই রোডে যাতায়াতের জন্য FasTag-এ নিয়মিত রিচার্জ করে রাখতে হয়। আর সেই রিচার্জ করতে গিয়েই হ্যাকারদের খপ্পরে পড়লেন এক ব্যক্তি। জানা গিয়েছে, গত ১৭ জুলাই এই কার্ড রিচার্জ করতে গিয়েই বিপাকে পড়েন তিনি। কিন্তু ঠিক কীভাবে প্রতারণার শিকার হলেন?

[আরও পড়ুন: তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের আপত্তি, স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে গৃহীত হল না দণ্ড সংহিতার খসড়া]

FasTag রিচার্জের সময় অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যা পড়েন ৪৭ বছরের মুম্বইয়ের নালাসোপারার ব্যক্তি। সমস্যা মেটাতে ইন্টারনেটের শরণাপন্ন হন তিনি। Fastag-এর কাস্টমার কেয়ার নম্বর জানতে সার্চ করেন। একটি ফোন নম্বরের সন্ধান মেলে। কিন্তু আদতে তা ছিল প্রতারকদের নম্বর। যারা গ্রাহক পরিষেবা আধিকারিক সেজে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকেন। তাঁদের দেওয়া পরামর্শ মেনেই অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে পেমেন্ট করেন। কিন্তু তার পরই দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গিয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা!

টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গ্রাহক পরিষেবার নামে কীভাবে প্রতারণার জাল প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে, এই ঘটনা আরও একবার সেই প্রমাণ দিল।

[আরও পড়ুন: ১১ নভেম্বর পর্যন্ত জেলে বাকিবুর, মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement