shono
Advertisement

ক্যাকটাসে ধাক্কা খেয়ে গাড়ির দফারফা, চমকপ্রদভাবে অক্ষত রইলেন চালক

বেপরোয়া গাড়ি চালানোয় ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ৷ The post ক্যাকটাসে ধাক্কা খেয়ে গাড়ির দফারফা, চমকপ্রদভাবে অক্ষত রইলেন চালক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Jul 11, 2019Updated: 05:53 PM Jul 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধু ধু মরুভূমির পথ৷ তারই মাঝে একফালি রাস্তা৷ আমেরিকার মরুশহর অ্যারিজোনার সেই পথেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ৩৯ বছরের ব্যক্তি কাই স্কট৷ আর সেখানেই ঘটে গেল দুর্ঘটনা৷ শরীরে সামান্য আঘাত নিয়ে নিজে হেঁটেই গন্তব্যে পৌঁছালেন স্কট৷ গ্রেপ্তারও হলেন৷

Advertisement

[ আরও পড়ুন: গেটে ঝুলছে দৈত্যাকৃতি সরীসৃপ! বাড়ি ঢুকতে গিয়ে আঁতকে উঠলেন মালিক]

ঘটনাটা কী? গাড়ির অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানো – কারণ যাইই হোক না কেন, অ্যারিজোনায় রাস্তার থেকে পাশে নেমে গিয়ে কাই স্কটের গাড়িটি সজোরে ধাক্কা মারল একটি কাঁটাগাছে, যাকে সহজভাষায় ক্যাকটাস৷ উইন্ডস্ক্রিন ভেঙেচুরে সটান ভিতরে ঢুকে যায় ওই ক্যাকটাসের অংশ৷ কিন্তু আশ্চর্যের বিষয়, এমন একটা দুর্ঘটনার পরও একেবারে অক্ষত চালক স্কট! কোথাও এতটুকু ক্ষতচিহ্ন নেই! না ক্যাকটাসের কাঁটা, না গাড়ির কাচের টুকরো৷ কেউই স্কটের গায়ের কোনও আঘাত লাগাতে পারেনি৷

তবে দুর্ঘটনায় অক্ষত থাকলেও স্কটের জীবন বিপন্মুক্ত রইল না৷ দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পিছু ধাওয়া করে স্কটকে ধরে ফেলেন৷ ওভাবে গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়৷ অ্যারিজোনার নর্থইস্ট ফায়ার পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন খোদ পুলিশ অফিসাররাও৷ কাঁটার ঘা সত্বেও এতটুকু রক্ত ঝরল না, তা স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা৷ তাই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি পোস্ট করেছে নর্থইস্ট ফায়ার পুলিশ৷ এবং লেখা হয়েছে – অলৌকিক ঘটনা! কোনও আঘাত নেই৷

[ আরও পড়ুন: ভারী ব্যাগের জন্য বাড়তি খরচে ‘না’, একসঙ্গে ১৫টি জামা পরে বিমানবন্দরে যাত্রী]

সেই ছবির নিচে অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন৷ একজন তো লিখেই ফেললন, এও কি সম্ভব? কেউ বলছেন, গাড়ির মাঝে কীভাবেই বা ক্যাকটাস ঢুকে গেল, তা বুঝতেই পারছেন না৷ সে যাই হোক, কাঁটার ধাক্কায় যে গাড়ির ক্ষতি হয় এবং মানুষ একেবারে অক্ষত থাকেন, এই ঘটনার পর এখন পুলিশ মহলে তো বটেই, অ্যারিজোনাবাসীর মধ্যেও আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে স্কট-ক্যাকটাস দুর্ঘটনা৷  

The post ক্যাকটাসে ধাক্কা খেয়ে গাড়ির দফারফা, চমকপ্রদভাবে অক্ষত রইলেন চালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার