shono
Advertisement

‘মরার আগে শুধু তোমার গলা শুনতে চাই’, স্ত্রীকে ফোন করেই ‘আত্মঘাতী’ স্বামী

ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন মৃতের স্ত্রী।
Posted: 01:13 PM Dec 22, 2023Updated: 01:26 PM Dec 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। সেই দুঃখে আত্মঘাতী হলেন স্বামী। মৃত্যুর আগে মাত্র দুমিনিটের জন্য স্ত্রীর গলা শুনতে ফোনও করেছিলেন। স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ঠানেতে। ইতিমধ্যেই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সুধাকর যাদব। ৪১ বছর বয়সি ওই ব্যক্তি ডোম্বিভেলির বাসিন্দা। গত মঙ্গলবার স্ত্রী সঞ্জনার সঙ্গে তুমুল ঝগড়া হয় তাঁর। সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান সঞ্জনা। থাকতে শুরু করেন বোনের সঙ্গে। সেই দুঃখেই আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুধাকর।

[আরও পড়ুন: ক্ষোভে ছেড়েছিলেন ইন্ডিয়া বৈঠক! রাগ ভাঙাতে নীতীশকে ফোন রাহুলের]

তবে মৃত্যুর আগে শেষবার স্ত্রীর গলাটা শুনতে চেয়েছিলেন। স্ত্রীকে ফোন করেন সুধাকর। মাত্র দুমিনিটের জন্য সঞ্জনার গলা শুনতে চান। কাজে যাওয়ার পথে স্বামীর সঙ্গে ফোনে কথাও বলেন সঞ্জনা। তার পরেই সঞ্জনার হোয়াটসঅ্যাপে আসে একটি ছবি। দেখা যায়, আত্মহত্যার তোড়জোড় করছেন সুধাকর। ছবি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন সঞ্জনা। প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন।

দীর্ঘক্ষণ ধরে দরজায় ধাক্কা দিয়েও সুধাকরের সাড়া পাননি প্রতিবেশীরা। তার পর দরজা ভেঙে ঘরে ঢুকতেই সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় সুধাকরের দেহ মেলে। পুলিশের তরফে জানানো হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলাও। তবে প্রাথমিকভাবে অনুমান, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার দুঃখেই আত্মঘাতী হয়েছেন সুধাকর।

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে ফের মাও হানা, রেললাইন ওড়াল নকশালরা, হাওড়া-মুম্বই শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement