সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিমিয়ার লিগ জয়ের অঙ্কটা খুব পরিস্কার ছিল ম্যাঞ্চেস্টার সিটির জন্য। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারাতে হবে। তা হলেই আর্সেনালকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের তাজ ফের উঠবে পেপ গুয়ার্দিওলার ছেলেদের মাথায়। রবিবার ঘরের মাঠে সেকাজটা ভালোমতোই করল সিটি। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারানোর মাধ্যমে। ফলে শেষবেলার গোলে এভার্টনকে ২-১ ব্যবধানে হারানোর পরও রানার্স তকমা নিয়েই লিগ শেষ করল আর্সেনাল।
নিজেদের দশম লিগ জয়ের পথে আরও একটা রেকর্ড করল সিটি (Manchester City)। ইংল্যান্ড ফুটবলের প্রথম ডিভিশনে এর আগে কোনও দলই টানা চারবার লিগ (English Premier League) চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনিতে এই লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া বিরল নয়। ম্যান সিটি নিজেরাই সেই কৃতিত্ব দেখিয়েছে গত তিন বছরে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বার দু’য়েক একাজ করেছে। করেছে হাডার্সফিল্ড টাউন, আর্সেনাল আর লিভারপুলও। কিন্তু চারবার? রবিবার রাতের পর সেই তালিকায় একা ম্যাঞ্চেস্টার সিটিই।
[আরও পড়ুন: ভোটের কাজে ব্যস্ত পুলিশকর্মীরা, থানা ‘রক্ষা’য় নারী শক্তি]
এদিন শুরুতেই ফিল ফোডেনের জোড়া গোল ট্রফির গায়ে ম্যান সিটির নাম খোদাই করার কাজটা প্রায় সেরেই ফেলেছিল। মাঝে মহম্মদ কুদুসের গোলের পর ওয়েস্ট হ্যাম কিছুটা চাপ বাড়িয়েছিল বটে। তবে সঠিক সময়ে জ্বলে ওঠেন সিটি মাঝমাঠের স্তম্ভ রদ্রি। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, শুরুতে এভার্টনের ইদ্রিসা গুয়েই-এর গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে তারা তাকেহিরো টমিয়াসু ও কাই হাভার্জের গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পায়। যার ফলে লিগ টেবলে ৮৯ পয়েন্টে শেষ করে তারা। সেখানে ওয়েস্ট হ্যামকে হারিয়ে ৯১ পয়েন্টে পৌঁছে যান গুয়ার্দিওলারা।
ম্যাঞ্চেস্টার শহরের একদিকে যখন আলো-বাজিতে উৎসব চলছে, তখন অন্যদিক ঢেকেছে ব্যর্থতার আঁধারে। শেষ ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েও ৮ নম্বরে শেষ করল ম্যান ইউনাইটেড। অর্থাৎ, আগামী মরশুমে উয়েফার কোনও লিগেই দেখা যাবে না তাদের। সেখানে চেলসি নিজেদের শেষ ম্যাচ বোর্নমাউথের বিরুদ্ধে ২-১ গোলে জিতে থামল ছ’নম্বরে। এক সময় পয়েন্ট টেবলের মাঝের দিকে থাকা এই দলটা আগামী বছর কনফারেন্স লিগে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুর ও অ্যাস্টন ভিলা যে প্রথম চারে শেষ করবে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এই চার দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। পাঁচ নম্বরে শেষ করার সুবাদে ইউরোপা লিগে খেলবে টটেনহ্যাম হটস্পার।