সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ ভোট দিয়ে বিধায়ক বা সাংসদদের নির্বাচিত করেন এই আশা থেকেই যে, আপদে-বিপদে তাঁদের পাশে দাঁড়াবেন সেই ব্যক্তি৷ জনগণের প্রতি এটা জনপ্রতিনিধিদের দয়া করা নয়, বরং এটাই তাদের কাজ বা দায়িত্ব৷ তবে, এই দায়িত্ব পালনের কথাই বেমালুম ভুলে গিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপির দুই সাংসদ সুধীর গুপ্তা ও সুদর্শন গুপ্তা৷ সেজন্যই বোধ হয়, মান্দাসোরে যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুর পরিবারটিকে নির্দ্বিধায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথা বলতে পারেন তাঁরা৷
[সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত বৃদ্ধিতে অস্বস্তিতে কেন্দ্র, তোপ মমতা-রাহুলের]
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানেই স্পষ্টভাবে ধরা পড়েছে কীর্তিমান দুই সাংসদের যেচে কৃতজ্ঞতা নেওয়ার বিষয়টি৷ ভিডিওতেই তাঁদের বলতে শোনা যাচ্ছে যে, শিশুটির খোঁজ নিতেই অনেক দূর থেকে এসেছেন তাঁরা৷ ফলে তাঁদের কাছে পরিবারটির কৃতজ্ঞ থাকা উচিত৷ এই ঘটনা বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন জনপ্রতিনিধি হয়ে কেমনভাবে এই মন্তব্য করতে পারেন তাঁরা? কারণ এটাই তো তাঁদের কাজ৷ জনগণের পাশে দাঁড়ানো৷
[দেশদ্রোহিতার অভিযোগ কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে, দায়ের হল মামলা]
ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের মঙ্গলবার৷ মধ্যপ্রদেশের মান্দাসোরের হাফিজ কলোনির একটি স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয়েছিল আট বছরের এক শিশুকে৷ প্রতিবেশী এক যুবকের লালসার শিকার হয় সে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়৷ বর্তমানে সে চিকিৎসাধীন৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত ইরফান আলিয়াস ভাইয়ুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্য তথা দেশে৷ দোষীদের কড়া শাস্তির দাবিতে জেলা প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ৷ ঘটনার কড়া নিন্দা করেছেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তুলেছেন ফাঁসির দাবি৷ তিনি বলেন, ‘একজন ধর্ষক পৃথিবীর বোঝা৷ তার বেঁচে থাকার কোনও অধিকার নেই৷’ এই শিশুটিকে দেখতেই শুক্রবার হাসপাতালে গিয়েছিলেন দুই বিজেপি সাংসদ সুধীর গুপ্তা ও সুদর্শন গুপ্তা৷
The post আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.