shono
Advertisement

আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের

ভাইরাল ঘটনার ভিডিও৷ The post আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 AM Jun 30, 2018Updated: 09:56 AM Jun 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ ভোট দিয়ে বিধায়ক বা সাংসদদের নির্বাচিত করেন এই আশা থেকেই যে, আপদে-বিপদে তাঁদের পাশে দাঁড়াবেন সেই ব্যক্তি৷ জনগণের প্রতি এটা জনপ্রতিনিধিদের দয়া করা নয়, বরং এটাই তাদের কাজ বা দায়িত্ব৷ তবে, এই দায়িত্ব পালনের কথাই বেমালুম ভুলে গিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপির দুই সাংসদ সুধীর গুপ্তা ও সুদর্শন গুপ্তা৷ সেজন্যই বোধ হয়, মান্দাসোরে যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুর পরিবারটিকে নির্দ্বিধায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথা বলতে পারেন তাঁরা৷

Advertisement

[সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত বৃদ্ধিতে অস্বস্তিতে কেন্দ্র, তোপ মমতা-রাহুলের]

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানেই স্পষ্টভাবে ধরা পড়েছে কীর্তিমান দুই সাংসদের যেচে কৃতজ্ঞতা নেওয়ার বিষয়টি৷ ভিডিওতেই তাঁদের বলতে শোনা যাচ্ছে যে, শিশুটির খোঁজ নিতেই অনেক দূর থেকে এসেছেন তাঁরা৷ ফলে তাঁদের কাছে পরিবারটির কৃতজ্ঞ থাকা উচিত৷ এই ঘটনা বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন জনপ্রতিনিধি হয়ে কেমনভাবে এই মন্তব্য করতে পারেন তাঁরা? কারণ এটাই তো তাঁদের কাজ৷ জনগণের পাশে দাঁড়ানো৷

[দেশদ্রোহিতার অভিযোগ কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে, দায়ের হল মামলা]

ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের মঙ্গলবার৷ মধ্যপ্রদেশের মান্দাসোরের হাফিজ কলোনির একটি স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয়েছিল আট বছরের এক শিশুকে৷ প্রতিবেশী এক যুবকের লালসার শিকার হয় সে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়৷ বর্তমানে সে চিকিৎসাধীন৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত ইরফান আলিয়াস ভাইয়ুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্য তথা দেশে৷ দোষীদের কড়া শাস্তির দাবিতে জেলা প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ৷ ঘটনার কড়া নিন্দা করেছেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তুলেছেন ফাঁসির দাবি৷ তিনি বলেন, ‘একজন ধর্ষক পৃথিবীর বোঝা৷ তার বেঁচে থাকার কোনও অধিকার নেই৷’ এই শিশুটিকে দেখতেই শুক্রবার হাসপাতালে গিয়েছিলেন দুই বিজেপি সাংসদ সুধীর গুপ্তা ও সুদর্শন গুপ্তা৷

The post আমাদের ধন্যবাদ জানান! মান্দাসোরে নির্যাতিতার পরিবারকে নির্লজ্জ প্রস্তাব বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement