shono
Advertisement

অর্থনৈতিক সংকট কাটাতে মোদিকে পাঁচ দফা পরামর্শ মনমোহনের

কী পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী? The post অর্থনৈতিক সংকট কাটাতে মোদিকে পাঁচ দফা পরামর্শ মনমোহনের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Sep 13, 2019Updated: 01:42 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশের অর্থনীতির হাল ফেরানোর জন্য আগেই পরামর্শ দিয়েছিলেন। এবার বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমানকে প্রাক্তনের পরামর্শ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঁচ দফা উপায় বাতলে দিলেন অর্থনীতির হাল ফেরানোর জন্য। দুটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনমোহন এই সংকট থেকে মুক্তির পথ বাতলেছেন। তাঁর কথায়, পরিকাঠামোয় সংস্কার নাহলে এই সংকট ঘুরেফিরে আসবে।

Advertisement

[আরও পড়ুন: মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক আইনস্টাইন! হাস্যকর মন্তব্য পীযূষ গোয়েলের]

মনমোহন বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, যে ভারত অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ইতিমধ্যে অনেকটা সময় নষ্ট হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিয়ে এবং নোটবাতিলের মতো বিষয়ে সময় নষ্ট না করে কেন্দ্রের উচিত পরিকাঠামোগত সংস্কারে মন দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।’ তিনি এও বলেছেন, এই মুহূর্তে সরকার বিবেচকের মতো কাজ না করলে বেহাল অর্থনীতি আগামী কয়েক বছর আরও ভোগাবে।

এবার দেখে নেওয়া যাক কী কী পরামর্শ দিয়েছেন তিনি-

১- জিএসটিকে আরও বাস্তবমুখী করতে হবে। তাতে রাজস্ব আদায় কম হলেও তা হবে সাময়িক।

২- বাজারে নগদের জোগান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে।

৩- কৃষিক্ষেত্রকে চাঙ্গা করা এবং গ্রামীণ উপভোক্তাদের পরিধি বাড়ানো। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ, এ বিষয়ে কেন্দ্র সরকার কংগ্রেসের ইস্তেহার দেখতে পারে। সেখানেই কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার উপায় বলা আছে।

৪- বস্ত্র, গাড়ি, ইলেকট্রনিক্স শিল্প ও রিয়েল এস্টেট ক্ষেত্রের পুনরুজ্জীবন দরকার। এসব শিল্পে কুটির-ক্ষুদ্র-মাঝারি উদ্যোগপতিরা যাতে সহজে ঋণ পান সেদিকেও নজর দিতে হবে।

৫- আমেরিকা-চিনের ট্রেড ওয়ারের ফলে বাণিজ্যিকভাবে অসুবিধায় পড়েছে ভারত। এখন দেশের উচিত আমদানির নয়া ক্ষেত্র খুঁজে বের করা।

[আরও পড়ুন: ‘ওলা-উবেরের জন্যই দুর্গতি গাড়ি শিল্পের’, দায় এড়িয়ে মন্তব্য অর্থমন্ত্রীর!]

উল্লেখ্য, মনমোহন সিং নিজেই বিশ্বের প্রথম সারির অর্থনীতিবিদদের অন্যতম হিসেবে গণ্য। তাঁর হাত ধরেই ভারতীয় অর্থনীতির উদারীকরণ হয়। মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের আর্থিক বৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়েছিল। যা এখনও রেকর্ড। তিনি অর্থমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে ভারত এবং ২০০৮ সালে বিশ্বজোড়া অর্থনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে উঠেছিলেন সেকথাও তিনি তাঁর সাক্ষাৎকারে নরেন্দ্র মোদিকে স্মরণ করিয়ে দেন।

The post অর্থনৈতিক সংকট কাটাতে মোদিকে পাঁচ দফা পরামর্শ মনমোহনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement