ক্ষিরোদ ভট্টাচার্য: গুরুতর অসুস্থ মনোজ মিত্র। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীকে রবিবার বিকেলে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুস্থতা ভুগছেন বর্ষীয়ান অভিনেতা। এদিন নতুন করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে করা হয়েছে।
সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি রয়েছেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা রয়েছে। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়নি। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভেন্টিলেশন কাজে আসবে না। পরিবারকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে তাঁরা সাধ্য মতো চেষ্টা করছেন চিকিৎসকরা।
শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে বাঙালি দর্শককে। আপাতত সিনে জগৎ থেকে দূরেই আছেন তিনি। তবে ৮৫ বছর বয়সেও সমান তালে লেখালেখি করে যাচ্ছেন।