shono
Advertisement
WB Administration

রাজ্য প্রশাসনের শীর্ষপদে বিরাট রদবদল, মুখ্য সচিবের দায়িত্বেও নতুন IAS অফিসার?

নতুন দায়িত্বে কারা?
Published By: Paramita PaulPosted: 09:57 AM Aug 31, 2024Updated: 09:57 AM Aug 31, 2024

গৌতম ব্রহ্ম: ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল। রাজ্যের নতুন অর্থসচিব হলেন প্রভাতকুমার মিশ্র। পরিকল্পনা ও তথ্যদপ্তরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হল। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।

Advertisement

এতদিন প্রভাতকুমার সেচদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। তাঁর জায়গায় সেচ দপ্তরের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। তিনি এতদিন অর্থদপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রভাত মিশ্র দীর্ঘদিন সেচদপ্তরের দায়িত্বে রয়েছেন। তিনি কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্বও কিছুদিন সামলেছেন। এই নির্দেশিকায় মৎস্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রশ্মি সেনকে জলসম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি দুটি দপ্তরের পাশাপাশি, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদেও থাকবেন।

[আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভে সিভিক ভলান্টিয়ারের বাইকের ধাক্কা, প্রতিবাদে বি টি রোড অবরোধ]

এদিকে, রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার আজ, শনিবার অবসর নেওয়ার কথা। কিন্তু তাঁর এই পদের মেয়াদ আরও তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সংক্রান্ত অনুমোদন এসে পৌঁছয়নি। শেষ মুহুর্তেও যদি অনুমোদন না আসে, সেক্ষেত্রে প্রবীণ আইএএস আধিকারিককে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এই পদের দায়িত্বে বিবেক কুমারের আসার সম্ভাবনা প্রবল। তিনি এখন, ভূমি ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন।‌

[আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, ফুটছে মোহনবাগান, চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী মলিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল। রাজ্যের নতুন অর্থসচিব হলেন প্রভাতকুমার মিশ্র।
  • পরিকল্পনা ও তথ্যদপ্তরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হল।
  • এতদিন প্রভাতকুমার সেচদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন।
Advertisement