shono
Advertisement

গণতন্ত্রের উৎসব, যোগ দিতে খুশিমনে ঘরে ফিরছেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা

ভোট উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ৷ The post গণতন্ত্রের উৎসব, যোগ দিতে খুশিমনে ঘরে ফিরছেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Apr 08, 2019Updated: 06:04 PM Apr 17, 2019

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ভোটের টানেই ঘরে ফেরেন ওঁরা। যারা বছরের পর বছর পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব ছেড়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে। কেউ বা দেশের বাইরে। নির্বাচন সত্যিই তাদের কাছে উৎসব। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ। আর এই সুযোগ হাতছাড়া করার প্রশ্নই  নেই। তাই ইতিমধ্যেই রাজ্যে ফিরতে শুরু করেছেন বাইরে কর্মরত শ্রমিকেরা। 

Advertisement

[আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতাই ইউএসপি নুসরতের, ভিডিও বার্তায় তারকা প্রার্থীর প্রশংসায় মমতা]

পেটের টানে বরাবরই ভিনরাজ্যে বা ভিনদেশে পাড়ি জমান রাজ্যের বাসিন্দারা।  কেউ বছরে একবার, কেউ আবার কয়েক বছরেও বাড়িমুখো হওয়ার সুযোগও পান না। এই ছবি বালুরঘাটেরও। সূত্রের খবর, বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটার রয়েছেন ১৪ লক্ষ ২৭ হাজার ৫৬৭ জন। তাঁদের  মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ভোটার  ১২ লক্ষ ৯ হাজার ৭৬৭ জন। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের অন্তত ৫ হাজার ভোটারই মুম্বই, দিল্লি, গুজরাট, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে নিযুক্ত। প্রতিবছর পুজো-পার্বণ বা পারিবারিক অনুষ্ঠানে না ফিরলেও, ভোট মরশুমে কিছুদিনের জন্য ঘরে ফেরেন তাঁরা। মাস খানেক ধরে চলা ভোট প্রক্রিয়া তাঁদের কাছে উৎসবের শামিল। আর তাই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দলে দলে ঘরে ফিরছেন ভিনরাজ্যে কর্মরত সব শ্রমিকেরা।

[আরও পড়ুন: ‘৫৪৩ আসনেই বিজেপি ঝড়’, মনোনয়ন পেশের পর তৃণমূলকে বিঁধে মন্তব্য কল্যাণ চৌবের]

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাসিন্দা নেপাল রায়, বালুরঘাটের দীপক ভৌমিক, কুমারগঞ্জের মাজিবুর সরকাররা জানিয়েছেন, বহু বছর ভিনরাজ্যে থাকলেও ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের।  তবে পঞ্চায়েত বা পুরভোটে সবসময় ফেরা সম্ভব হয় না। কিন্তু লোকসভা এবং বিধানসভা ভোটে তাঁরা বাড়ি ফেরেনই। এই ভোটাধিকার প্রয়োগ করতেই হবে৷ ছুটি মেলে প্রায় একমাস। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রয়োজনীয়তার কথা ভেবেই ঘরে ফেরা, জানান তাঁরা। উপরি পাওনা পরিবারের সঙ্গ। তাই বাইরে কর্মরত রাজ্যবাসীর কাছে ভোটপ্রদানের গুরুত্ব অনেকটাই৷ প্রয়োজন পড়ে না কোনও প্রচার বা আশ্বাসের। রাজনৈতিক রং দেখেন না কেউ৷ পরিবারকে কাছে পেতে, দেশের ভালো, পরিবারের নিরাপত্তার কথা ভেবেই নিজের ভোটাধিকার প্রয়োগের মতো মহান কর্তব্যে অটল বালুরঘাটের এই শ্রমিক শ্রেণি৷        

The post গণতন্ত্রের উৎসব, যোগ দিতে খুশিমনে ঘরে ফিরছেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement