shono
Advertisement

মার্কিন মুলুকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত রুশ মহিলা, চাপে পুতিন প্রশাসন

বন্দুক চালানোয় সিদ্ধহস্ত ছিলেন অভিযুক্ত৷ The post মার্কিন মুলুকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত রুশ মহিলা, চাপে পুতিন প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM Dec 14, 2018Updated: 02:55 PM Dec 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে চরবৃত্তির অপরাধে দোষী সাব্যস্ত হলেন রুশ নাগরিক মারিয়া বুটিনা৷ বন্দুক চালানোয় সিদ্ধহস্ত ৩০ বছরের মারিয়াকে দোষী সাব্যস্ত করল ওয়াশিংটনের ফেডেরাল কোর্ট৷ শাস্তি হিসাবে তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত৷ নিজের দোষ স্বীকার করে তদন্তে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বুটিনা৷ ফলে এখনই তাঁকে জেলে পাঠাচ্ছেন না তদন্তকারীরা৷ তাকে নিজেদের হেফাজতে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন পুলিশ আধিকারিকরা৷ তবে এই রায় রাশিয়া এবং পুতিন প্রশাসনকে যথেষ্ট চাপে ফেলল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

Advertisement

[বিমানে মহিলাকে যৌন হেনস্তা, আমেরিকায় ন’বছরের জেল ভারতীয়র]

আমেরিকা বিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং গোপন তথ্য পাচার করার অভিযোগে গত জুলাই মাসে বুটিনাকে গ্রেপ্তার করেছিল মার্কিন পুলিশ৷ এরপরই তাঁকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল রুশ বিদেশ দপ্তরের তরফ থেকে৷ তবে বুটিনা নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর, এখন এই বিষয়ে মুখ খুলতে নারাজ রাশিয়া৷ বরং বুটিনার সঙ্গে যে তাঁদের কোনও যোগ নেই, এখন তা প্রমাণ করতেই ব্যস্ত রয়েছে ক্রেমলিনের শীর্ষ কর্তারা৷ জানা গিয়েছে, ২০১৫ থেকে আমেরিকায় রয়েছেন বুটিনা৷ মার্কিন প্রশাসনের বিভিন্ন শীর্ষ আধিকারিকদের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল তাঁর৷ অভিযোগ, তাঁদের কাছ থেকে পাওয়া মার্কিন প্রশাসনের গোপন তথ্য রাশিয়ার হাতে তুলে দিয়েছেন বছর ত্রিশের এই মহিলা৷ সূত্রের খবর, মার্কিন রাজনীতিক পল এরিকসনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন বুটিনা এবং তাঁর কাছ থেকে প্রশাসনের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করতেন তিনি৷ এরপর তা তুলে দিতেন রুশ প্রশাসনের শীর্ষকর্তা আলেকজান্ডার টরশিনের হাতে৷

[স্থানান্তর নয়, ঘানা বিশ্ববিদ্যালয় চত্বরের গান্ধীমূর্তিটি ভেঙে ফেলল প্রশাসন]

২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়যুক্ত হওয়ার পরই নির্বাচনে রুশ কারসাজির অভিযোগ ওঠে৷ বলা হয়, নির্বাচনে বাইরে থেকে কলকাঠি নেড়েছে রাশিয়া৷ ট্রাম্প প্রতিপক্ষদের গোপন তথ্য ও প্রচার কৌশল ফাঁস করে দেওয়ারও অভিযোগ ওঠে রুশ হ্যাকারদের বিরুদ্ধে৷ এখনও সেই অভিযোগের তদন্ত চলছে মার্কিন মুলুকে৷ সূত্রের খবর, বুটিনার বিরুদ্ধেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার মামলা দায়ের হয় এবং বৃহস্পতিবার সেই মামলারই রায় ঘোষণা করে মার্কিন আদালত৷

The post মার্কিন মুলুকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত রুশ মহিলা, চাপে পুতিন প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement