shono
Advertisement

সস্তায় হাইব্রিড প্রযুক্তির গাড়ি বাজারে আনবে মারুতি

ভারতে ছোট গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে... The post সস্তায় হাইব্রিড প্রযুক্তির গাড়ি বাজারে আনবে মারুতি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Nov 06, 2016Updated: 04:07 PM Nov 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা ন্যানো-র দেখানো পথে হাঁটতে চায় মারুতি৷

Advertisement

দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি ও তাদের মূল সংস্থা সুজুকি মোটর সস্তায়, পরিবেশবান্ধব গাড়ি এনে বাজারের সিংহভাগ দখল করতে চায়৷ টয়োটা-র মতো বড় নয়, বরং রক্ষণাবেক্ষণের খরচ কম, এরকম ছোট পরিবেশবান্ধব গাড়ি বাজারে আনতে চায় মারুতি সুজুকি ইন্ডিয়া৷ ভারতের বাজারে বড় গাড়ির তুলনায় ছোট গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই সংস্থার এই নয়া উদ্যোগ৷

সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানিয়ে বলেন, “হাইব্রিড প্রযুক্তির ছোট গাড়ির কথা অন্যরা ভাবছে না৷ আমরা, মারুতি ও সুজুকি সেদিকেই আমাদের ফোকাস বজায় রাখতে চাই৷” যদিও এরকম গাড়ি বাজারে আসার কোনও নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাতে চাননি৷

কী এই হাইব্রিড প্রযুক্তি? সহজ করে বললে, একাধিক বিকল্প পদ্ধতির সমন্বয় হল হাইব্রিড প্রযুক্তি৷ এই ধরনের গাড়ি একাধিক জ্বালানিতে চালানো যায়৷ হাইব্রিড গাড়িতে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন তো থাকেই, সঙ্গে একাধিক ইলেকট্রিক মোটর ও ব্যাটারিও থাকে৷ বেশি টর্ক সম্পন্ন বৈদ্যুতিক মোটর ইঞ্জিনের সুবাদে জ্বালানির সাশ্রয় হয়, জ্বালানি শেষ হলে গাড়ি ব্যাটারিতেও চলতে পারে৷ তাই হাইব্রিড গাড়িকে পরিবেশবান্ধব গাড়িও বলা হয়। এখন যেমন অটো-মেকাররা প্রিমিয়াম সেডান সিয়াজ-এর মতো গাড়িতে হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করছে৷

প্রায় ১৫টি বাজারচলতি গাড়ির মডেল-সহ মারুতি সুজুকি ইন্ডিয়া দেশের গাড়ি বাজারের ৪৭ শতাংশ নিজেদের দখলে রেখেছে৷ ২০২০ সালের মধ্যে বার্ষিক ২০ লক্ষ গাড়ি বিক্রির লক্ষ্য ধার্য করেছে সংস্থাটি৷ জাপানের বাজারে গাড়ি রফতানির দিকেও নজর দিচ্ছে মারুতি৷ ভারতে তৈরি প্রায় ২৩০০টি ব্যালেনো হ্যাচব্যাক পাঠানো হচ্ছে জাপানে৷ ভবিষ্যতে আফ্রিকাতেও রফতানি হবে মারুতির গাড়ি, জানিয়েছেন আর সি ভার্গব৷ আফ্রিকার বাসিন্দাদের গড় আয়ের কথা মাথায় রেখেই রফতানির পরিকল্পনা করছে মারুতি৷ সেখানকার মানুষের আয় সীমিত হওয়ায়, তাঁরা কম দামের গাড়ি কিনতে চান বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান৷

The post সস্তায় হাইব্রিড প্রযুক্তির গাড়ি বাজারে আনবে মারুতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement