সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে মিটে গিয়েছে ভোটপর্ব। বিপুল সংখ্যক আসন নিয়ে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল। ভোট মেটার পর রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। এবার আরও দীর্ঘ হল সেই তালিকা। ফের রাজ্যপুলিশে একাধিক পদে রদবদল। বদলি করা হল বেশ কয়েকজন এডিজি পদমর্যাদার অফিসারকে।
নবান্নের (Nabanna) তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সরানো হল এডিজি-আইজিপি, ওয়েলফেয়ার রণবীর কুমারকে। সরানো হচ্ছে আইপিএস ডঃ দেবাশিস রায়কে। এদিকে, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানোর পরে সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছিল অনুজ শর্মার কাঁধে। এডিজি সিআইডি পদে ছিলেন তিনি। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হচ্ছে তাঁকে।
[আরও পড়ুন:এবার করোনাযোদ্ধা হিসেবে টিকা পাবেন ব্যাংক কর্মীরাও, ঘোষণা রাজ্য সরকারের]
এডিজি (টেলিকমিউনিকেশন) নটরঞ্জন রমেশ বাবুকে বদলি করা হচ্ছে। এডিডি-আইজিপি (ওয়েলফেয়ার) অর্থাৎ রণবীর কুমারের জায়গায় দায়িত্ব পাচ্ছেন তিনি। এছাড়াও বদলি করা হচ্ছে অজয় মুকুন্দ রানাডে এবং আর শিবকুমারকেও। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউিরিটি জ্ঞানবন্ত সিং। পূর্বের পদের সঙ্গে সিআইডির এডিজি পদেও নিযুক্ত হলেন তিনি। এছাড়াও বদলি করা হয়েছে শিবকুমারকে।