shono
Advertisement

ট্যাক্সিতে হাওড়া থেকে শিয়ালদহ হয়ে ব্যাণ্ডেলে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা-সহ ৩

প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছেন তদন্তকারীরা।
Posted: 12:18 PM Jul 01, 2023Updated: 01:05 PM Jul 01, 2023

সুমন করাতি, হুগলি: হলুদ ট্যাক্সিতে সওয়ার এক মহিলা-সহ দু’জন। সঙ্গে ভারী পিঠব্যাগ। ট্যাক্সি থামিয়ে ওই পিঠব্যাগে তল্লাশি চালাতেই পর্দাফাঁস। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। চন্দননগর পুলিশ কমিশনারেট ও চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানেই মিলল সাফল্য।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে একটি ট্যাক্সি ভাড়া করে তিনজন। প্রথমে শিয়ালদহ ও পরে হুগলির ব্যাণ্ডেল স্টেশনে যাওয়া হবে বলেই ট্যাক্সিচালককে জানায় তারা। ব্যান্ডেল আসার পর গাড়িটিকে জিরাট বলাগড়ের দিকে নিয়ে যাওয়ার কথাও বলা হয়। এরপর ব্যাণ্ডেলের কেওটা চেকপোষ্টের কাছে গাড়িটিকে থামান তদন্তকারীরা। চলে তল্লাশি।

[আরও পড়ুন: প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ]

ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি বাক্স উদ্ধার করে পুলিশ। প্রায় দশ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারদর আনুমানিক কয়েক লক্ষ টাকা। সূত্র মারফত জানা যায়, গাড়ির চালকের নাম পুরুষোত্তম ঝাঁ। ওই গাড়িতে থাকা এক মহিলা ও গাঁজা সমেত সাগর তামাং নামে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্র্যাঞ্চ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার