সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশটিবার ম্যাট্রিকে ফেল করলেও গঙ্গারাম ‘সৎপাত্র’ই ছিল। এমন পাত্র হয়তো বাস্তবে কোনও পাত্রী বা তাঁর মা-বাবা চাইবেন না। তবে পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে (Matrimonial Ad) চাহিদার শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ‘পাত্র চাই’য়ের বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। যেখানে নিজের আজব দাবি জানিয়েছেন পাত্রী। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পাত্রই তাঁর চাই। লিখেছেন ম্যাট্রোমোনি প্রোফাইলে।
কোনও একটি ম্যাট্রিমোনি সাইটে হয়তো প্রোফাইলটি খোলা হয়েছিল। যার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যেখানে পাত্রী জানিয়েছেন, তাঁর এমন পাত্র চাই যাঁর এমবিএ, এমটেক, এমএস অথবা পিজিডিম ডিগ্রি রয়েছে। শুধু তাই নয়, আইআইটি কিংবা আইআইএম-এর মতো দেশের সেরা প্রতিষ্ঠানগুলি থেকে এই ডিগ্রি যদি পাত্র অর্জন করে থাকেন তবেই তাঁর কদর থাকবে।
[আরও পড়ুন: শেষ হবে কষ্টের দিন! বাবা Swiggy’র ডেলিভারি কর্মীর কাজ পেয়েছে, উচ্ছ্বাসে ভাসল ছোট্ট মেয়ে]
শর্ত আরও রয়েছে পাত্রীর। পাত্রের জন্ম যেন ১৯৯২ সালের আগে না হয়। অর্থাৎ তাঁর বয়স তিরিশের বেশি হওয়া চলবে না। এই বয়সেই পাত্রের আয় বছরে অন্তত ৩০ লক্ষ টাকা হতে হবে। তাঁর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে ছ’ফুটের মধ্যে হতে হবে। পাত্রের পরিবারে বেশি সদস্য থাকলেও চলবে না। বড় জোর দুই ভাই-বোন কিংবা দুই ভাই থাকতে পারে। শিক্ষিত পরিবারকে প্রাধান্য দেওয়া হবে বলেও বিজ্ঞাপনে লেখা হয়েছে।
পাত্রীর চাহিদার নমুনা দেখে নেটিজেনদের অনেকেরই চক্ষু কপালে ওঠার জোগাড়। কেউ ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন, “স্বামী চাই না ATM?”। কেউ জানিয়েছেন যুবতীর বাস্তব শিক্ষার অত্যন্ত প্রয়োজন। এমনই একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়া। অবশ্য ভাইরাল হওয়া এই বিজ্ঞাপনটি আদৌ আসল কিনা সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।