shono
Advertisement

‘পুরুষও নন, মহিলাও নন’, মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের

বিতর্ক তুঙ্গে উত্তরপ্রদেশে। The post ‘পুরুষও নন, মহিলাও নন’, মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:04 AM Jan 20, 2019Updated: 11:08 AM Jan 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়াবতীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ বিএসপি সুপ্রিমকে ‘কিন্নর’ বলে কটাক্ষ করেন তিনি৷ তাঁর কুরুচিকর মন্তব্যকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, তবে একজন মহিলা হয়ে অপর মহিলা সম্পর্কে কীভাবে এমন নিম্নরুচির মন্তব্য করলেন এই বিজেপি নেত্রী? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

Advertisement

[ইডির নিশানায় জাকির নায়েক, বাজেয়াপ্ত ১৬ কোটির সম্পত্তি ]

শনিবার উত্তরপ্রদেশের ছান্দাউলির জনসভায় প্রথম থেকেই সপা-বসপা জোটকে আক্রমণ করেন মুঘলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ সরাসরি নিশানা করেন বিএসপি নেত্রী মায়াবতীকে৷ বলেন, ‘‘আমার মনে হয়, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরুষও নন, আবার মহিলাও নন৷ তাঁর সামান্যতম আত্মসম্মান বোধ নেই৷ ক্ষমতার লোভে নিজের সম্মান বিক্রি করে দিয়েছেন তিনি৷ মহিলা জাতির কলঙ্ক উনি৷’’ এমনকী, বিএসপি নেত্রীকে আক্রমণ করতে গিয়ে মহাভারতের মুখ্য মহিলা চরিত্র দ্রৌপদীর উদাহরণও টেনে আনেন সাধনা সিং৷ যখন বিজেপি নেত্রী মায়াবতীকে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন, তখন মঞ্চেই ছিলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে তথা নয়ডার বিজেপি বিধায়ক পঙ্কজ সিংও৷ যদিও সাধনা সিংয়ের মন্তব্যের কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে৷

[দুর্নীতি আটকেছি বলেই ওরা জোট বেঁধেছে, মমতার ব্রিগেডকে কটাক্ষ মোদির]

এদিকে সাধনা সিংয়ের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন বিএসপি নেতা সতীশ মিশ্র৷ কটাক্ষের সুরে এই বিএসপি নেতা বলেন, ‘‘এই মন্তব্যের মধ্য দিয়েই বিজেপি নেতাদের রুচি বোঝা যায়৷’’ তিনি আরও জানান, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট চূড়ান্ত হওয়ার পরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বিজেপি নেতারা৷ যত দ্রুত সম্ভব তাঁদের আগ্রা ও বরেলির পাগলাগারদে ভরতি হওয়া প্রয়োজন৷

The post ‘পুরুষও নন, মহিলাও নন’, মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement