shono
Advertisement

বিশ্বজয়ী ছক্কাকে স্মরণীয় করতে উদ্যোগ, ওয়াংখেড়েতে ধোনির জন্য বিশেষ আসন সংরক্ষণ করবে MCA

বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আসন সংরক্ষণ করবে এমসিএ।
Posted: 11:37 AM Apr 04, 2023Updated: 11:40 AM Apr 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সেই ছক্কা কোনওদিন ভুলতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজয়ের একযুগ পূর্তি উপলক্ষে ধোনির সেই শট স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। স্টেডিয়ামের সে সিটের উপর আছড়ে পড়েছিল বিশ্বজয়ের সেই ছক্কা, সেই সিটকে পাকাপাকিভাবে ধোনির নামে সংরক্ষণ করা হবে। প্রসঙ্গত, ভারতে এই প্রথমবার কোনও খেলোয়াড়ের নামে একটি আসন সংরক্ষিত হবে।

Advertisement

এমসিএ প্রেসিডেন্ট অমল কালে জানান, “সোমবার একটি সিদ্ধান্ত নিয়েছে এমসিএ। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির শেষ শটটি যেখানে পড়েছিল, সেই আসনটি পাকাপাকিভাবে ধোনির নামাঙ্কিত করা হবে।” ইতিমধ্যেই এই আসনটি চিহ্নিত করা হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করেই বিশেষ আসনটি সংরক্ষিত হবে। সেই অনুষ্ঠানে ধোনিকেও আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক। শোনা যাচ্ছে, আইপিএলের সময় ওয়াংখেড়েতে যখন সিএসকে খেলতে আসবে, সেই সময়েই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

[আরও পড়ুন: উড়ে গেল পাখি! ১৭ বছর পর টুইটারের লোগো পালটে দিলেন মাস্ক]

ভারতে এই প্রথমবার কোনও খেলোয়াড়ের জন্য একটি আসন নামাঙ্কিত করা হচ্ছে। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় স্টেডিয়ামের আসন নামাঙ্কিত করা হয়েছে নির্দিষ্ট একজন খেলোয়াড়ের নামে। প্রসঙ্গত, ওয়াংখেড়ে স্টেডিয়ামে পলি উমরিগড় ও বিনু মাঙ্কড়ের নামে গেট রয়েছে। সুনীল গাভাসকর ও শচীন তেন্ডুলকরের নামে স্ট্যান্ডও রয়েছে। তবে এই প্রথমবার কোনও একটি আসন একজনের নামে সংরক্ষণ করা হবে। 

[আরও পড়ুন: অশান্ত রিষড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক, সফর কাটছাঁট করে ফিরছেন উদ্বিগ্ন রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement