সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরব বললেই মনে পড়ে মক্কা-মদিনা ও মরুভূমির কথা। কিন্তু উষ্ণায়নের ধাক্কায় পৃথিবীর এতকালের চেনা চেহারাটাই বিপন্ন। এখন সেখানেই প্রবল বর্ষণের চোখরাঙানি। মক্কা ও মদিনার অধিকাংশ অঞ্চলেই সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। জেড্ডা শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ।
বুধবার সকালেও বৃষ্টির খবর মিলেছে। সোশাল মিডিয়া ছড়িয়ে পড়েছে বৃষ্টি-বিপর্যয়ের নানা ভিডিও। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। গত কয়েক বছরে সৌদি আরবের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। প্রতি বছর বহু মুসলিম হজ ও উমরাহর সময়ে এখানে আসেন। কিন্তু এবার ভয়ংকর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বহু শহরই জলের তলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত আবহাওয়া এরকমই প্রতিকূল থাকবে। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ স্কুল-কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।
সেই সঙ্গে ভয় ধরাচ্ছে বৃষ্টি না থামা। জারি লাল সতর্কতা। আগামী কয়েকদিন বৃষ্টি চললে কী পরিস্থিতি দাঁড়াবে তা ভেবে উদ্বিগ্ন প্রশাসন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত মানুষকে শান্ত ও সতর্ক থাকতে বলা হচ্ছে। আর্জি জানানো হচ্ছে সরকারি নির্দেশ মেনে চলতে।