সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন৷ রাজভবনের কর্মীদের একাংশের দাবিতেই অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন তিনি৷ রাজভবনের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে রাজ্যপালের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন রাজভবনের প্রায় ১০০ জন কর্মী৷ নারী অধিকার রক্ষা কর্মীরাও রাজ্যপালের ইস্তফা চেয়ে সাক্ষর সংগ্রহ করতে শুরু করেন৷ আর এরপরেই পদত্যাগ করেন রাজ্যপাল৷
রাজ্যপালের বিরুদ্ধে মহিলাদের যৌন নিগ্রহের পাশাপাশি রাজভবনের সম্মানহানির অভিযোগও রয়েছে৷ কর্মীদের অভিযোগ, রাজ্যপাল মহাশয় রাজভবনটিকে যুবতীদের ক্লাব বানিয়ে ফেলেছিলেন৷ অল্প বয়সি মহিলাদের রাজ্যপালের বেডরুমেও ছিল অবাধ যাতায়াত৷ কর্মীদের দাবি, রাজ্যপালের এই মোচ্ছবের ফলে রাজভবনের সম্মানহানি হয়েছে৷ আর সেই কারণেই সন্মুগানাথনের পদত্যাগ দাবি করেছেন কর্মীরা৷
প্রসঙ্গত, ২০১৫ সালে মে মাসে মেঘালয়ের রাজ্যপাল পদে যোগ দেন তিনি৷ গত নভেম্বর মাস থেকে তিনি অরুণাচল প্রদেশেরও দায়িত্ব পালন করছেন৷
রাজভবনের কর্মীরাই কেবল নয়, এক মহিলা চাকরিপ্রার্থীও রাজ্যপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন৷ মহিলার দাবি, রাজ্যপাল তাঁকে ইন্টারভিউর জন্য ডেকে যৌন হেনস্তা করেন৷
রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা করছেন৷ এরপরই ২৬ জানুয়ারি বিকেলে ইস্তফা দেন ভি সন্মুগানাথন৷
The post যৌন কেলেঙ্কারির দায়ে ইস্তফা দিলেন মেঘালয়ের রাজ্যপাল appeared first on Sangbad Pratidin.