shono
Advertisement

বন্দুকবাজ মার্কিন সেনাকর্মী! ২২ জনের মৃত্যুর পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

একাধিকবার গ্রেপ্তার হয়েছে এই বন্দুকবাজ।
Posted: 12:00 PM Oct 26, 2023Updated: 12:32 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজ আসলে মার্কিন সেনার (US Army) কর্মী! বুধবার মাইনে বন্দুকবাজের হামলায় ২২ জনের মৃত্যুর পরে প্রকাশ্যে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, মার্কিন সেনার বিশেষ বাহিনীতে কর্মরত ছিল অভিযুক্ত বন্দুকবাজ রবার্ট কার্ড। মাত্র কয়েকমাস আগেই মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল সে। তবে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, হামলার পর থেকেই পলাতক রবার্ট ও তার এক সঙ্গী।

Advertisement

বোলিং খেলার আসরে বন্দুকবাজের (US Shooting) হামলায় ২২ জনের মৃত্যু হয় উত্তর আমেরিকার মাইন (Maine) প্রদেশের লিউইসন শহরে। হামলার পরে পালিয়ে যায় দুই বন্দুকবাজ। তাদের খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ। তার পরেই প্রকাশ করা হয় এক বন্দুকবাজের নাম ও ছবি। সেখান থেকেই জানা যায় অভিযুক্ত দুই বন্দুকবাজের মধ্যে একজন হল রাবার্ট কার্ড। এর পরেই জানা যায় রবার্টের বিশদ পরিচয়।

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক হিসাবে মার্কিন সেনার বিশেষ বিভাগের কর্মী ছিল এই রবার্ট। তবে চলতি বছরেই মানসিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকবার বন্দুক নিয়ে হামলা চালানোর কথাও শোনা গিয়েছে তার মুখে। তবে মানসিক চিকিৎসা শেষ হওয়ার পরে সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল কার্ড।

মার্কিন সেনার কর্মী হলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে রবার্ট। গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগে গারদের ওপারে গিয়েছে সে। দুবারের বিবাহবিচ্ছিন্ন রবার্টের তিনটি সন্তানও রয়েছে। প্রসঙ্গত,স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আবারও ওই এলাকায় হামলা চালাতে পারে দুই বন্দুকবাজ। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দাদেরও বাড়ি থেকে বেরতে বারণ করা হয়েছে। কার্ডের ছবি প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, এই ব্যক্তির কোনও খবর পেলেই পুলিশকে জানাতে হবে।

[আরও পড়ুন: মার্কিন মুলুকে বড়সড় হামলা, খেলার আসরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত ২২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement