shono
Advertisement

বিজেপি থেকে তৃণমূলে ফিরতে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত! ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনায় জোর শোরগোল।
Posted: 09:40 AM Apr 08, 2023Updated: 01:48 PM Apr 08, 2023

রাজা দাস, বালুরঘাট: বিজেপি থেকে তৃণমূলে ফিরতে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত। বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলে ফেরা মহিলাকে দণ্ডি কাটানো হয় বলেই অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনায় জোর শোরগোল। রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়।

Advertisement

বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলায় তপন বিধানসভা জেডপি-১২ মণ্ডলের গোফানগরে কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলের ছিলেন বলে দাবি করে বিজেপির। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তপনের জেডপি-১২ মণ্ডলের গোফানগর থেকে শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা। তাঁরা বেশ কিছুটা রাস্তা দন্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন। সেখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন।

[আরও পড়ুন: তিরবিদ্ধ অবস্থায় ঘোরাফেরা দাঁতালের, হামলার আতঙ্কে কাঁপছে খড়গপুরের কলাইকুন্ডা রেঞ্জ]

জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন, ‘‘যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা ভুল বুঝতে পেরে ফের দলে ফিরে এসেছেন। মিথ্যা বার্তা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল।’’ জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “যে দু’চারজন তৃণমূলে গিয়েছে বলে দেখানো হচ্ছে, তাঁরা আদৌ বিজেপিতে যোগ দেননি। তৃণমূল নেতানেত্রীরা নিজেদের অস্তিত্ব বাঁচাতে গিয়ে এগুলি করছে।’’

দলে ফেরার আগে প্রায়শ্চিত্তের ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আদিবাসীদের যে সম্মান করে না তৃণমূল, তা আরও একবার স্পষ্ট হল। কারণ, যাঁদের দণ্ডি কাটানো হয়েছে তাঁদের অধিকাংশই আদিবাসী। যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন, এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, আদিবাসীদের সম্মান তৃণমূল করে কি না, তা বিজেপির থেকে শুনতে চান না। তবে এই ঘটনা প্রসঙ্গে তাঁর কাছে তেমন কোনও তথ্য নেই বলেও জানান।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার