shono
Advertisement

শান্তি ফেরাতে বৈঠকে নারাজ গিলানি, অন্ধকারেই কাশ্মীর

জমায়েত হওয়া তাঁর সমর্থকরা ‘গো ইন্ডিয়া, গো ব্যাক, উই ওয়াণ্ট ফ্রিডম’ স্লোগান দিয়ে প্রতিনিধিদলের সদস্যদের ফিরে যেতে বাধ্য করলেন৷ The post শান্তি ফেরাতে বৈঠকে নারাজ গিলানি, অন্ধকারেই কাশ্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Sep 05, 2016Updated: 10:07 AM Sep 05, 2016

নন্দিতা রায়: দিন কুড়ি আগেই শ্রীনগরের হায়দরপুরার রহমতাবাদে নিজের দফতর সংলগ্ন বাড়ির দরজায় লাল রং দিয়ে নিজেই লিখেছিলেন –‘গো ইন্ডিয়া, গো ব্যাক’৷ তার পরে ঝিলম দিয়ে বহু জল বয়ে গিয়েছে৷ অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর৷ প্রাণহানির ঘটনা থেকে শুরু করে দশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বিক্ষোভকারী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে৷ এত কিছু সত্ত্বেও কিন্তু নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি৷ আর তাই রবিবার যখন কাশ্মীরে শান্তি ফেরানোর উদ্দেশ্য নিয়ে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা দেখা করতে তাঁর বাড়ির দরজায় হাজির হলেন, তখন তিনি দরজাই খুললেন না৷ উল্টে বাড়ির বাইরে জমায়েত হওয়া তাঁর সমর্থকরা ‘গো ইন্ডিয়া, গো ব্যাক, উই ওয়াণ্ট ফ্রিডম’ স্লোগান দিয়ে প্রতিনিধিদলের সদস্যদের ফিরে যেতে বাধ্য করলেন৷

Advertisement

চলতি মাসেই আর কিছুদিন পরে ৮৭-তে পা রাখবেন কাশ্মীরের বিছিন্নতাবাদী সংগঠনগুলির সমন্বয়কারী সংস্থা হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ আলি শাহ গিলানি৷ রবিবার পুরো কাশ্মীরের মানুষই গিলানির দিকে তাকিয়ে আশা করে বসেছিলেন৷ আর তিনি যে সাধারণ কাশ্মীরিদের আশায় একেবারে ঠান্ডা জল ঢেলে দিলেন সেকথা সাধারণ মানুষের কথা থেকেই বোঝা গেল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ৩০ জনের সংসদীয় সর্বদল প্রতিনিধিরা রবিবার শ্রীনগর সফরে এসে অশান্ত কাশ্মীরকে শান্ত করার সমাধানসূত্র বের করতে পারেন কিনা, তার অপেক্ষাতেই সাধারণ কাশ্মীরিরা বসে ছিলেন৷ সকলেই চেয়েছিলেন, এবার অন্ততপক্ষে সমস্যা মেটার রাস্তাটা খুলুক৷ কিন্তু এখানে বিধি নয়, গিলানি বাম৷ কাশ্মীরি যুবকদের মধ্যে হুরিয়তের প্রভাব আছে ঠিকই, তবে তা এমন নয় যে, সকলেই তাঁকে খুব ভক্তি করেন৷ এই যে দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ, এর পিছনে কাশ্মীরিদের হুরিয়তের প্রতি ভালবাসা নয় বরং ভয়-ভক্তি কাজ করছে বলেই জানালেন স্থানীয় সাংবাদিক৷ নাম গোপন রাখার নিশ্চয়তা পেয়ে বললেন, “গিলানি যে নতুন করে আজাদ কাশ্মীরের কথা বলে রাজনীতি করছেন সেটা সবাই বুঝতে পারছে৷ কিন্তু উনি ও বিচ্ছিন্নতাবাদী মানুষের আবেগে সুড়সুড়ি দিচ্ছেন৷ গিলানির বয়স হয়েছে৷ হয়তো আর খুব বেশি দিন বাঁচবেনও না৷ তাই কাশ্মীরের শিশুদের কী হবে তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই৷ নিজেকে সকলের চোখে হিরো সাজিয়ে রাখাই এখন ওঁর একমাত্র লক্ষ্য৷ সরকারের সঙ্গে সমঝোতা করলে নাম খোয়াতে পারেন৷ বরং বিরোধিতা করে মানুষের চোখে চিরকালের জন্য শহিদ হতে চান গিলানি৷”

এদিন ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-সহ তাঁর দল পিডিপি ও প্রধান বিরোধী দল ন্যশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা ও তাঁর দলের প্রতিনিধিদলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন৷ পরে সকলকে একসঙ্গে নিয়ে বৈঠক করেন৷ পাকিস্তানের টাকা জোগানোর জন্যই পাথর বর্ষণ থামছে না বলে অভিযোগ করেছেন মেহবুবা৷ কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, সিপিএম সাংসদ সীতরাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়রা বক্তব্য রাখেন৷  শনিবারই মুফতি পিডিপি নেত্রী হিসাবে বিচ্ছিন্নতাবাদীদের এদিনের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন৷ কিন্তু তাদের কেউ হাজির থাকা তো দূর অস্ত, বাকি দুই নেতা মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিকও প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে দেখা করেননি৷ বিরোধী নেতাদেরও যেভাবে গিলানি, ইয়াসিন মালিকরা ফিরিয়ে দিয়েছেন তাতে পরিষ্কার বার্তা যে, কাশ্মীরে তাঁরা অশান্তি জিইয়ে রাখতে চান৷

 

The post শান্তি ফেরাতে বৈঠকে নারাজ গিলানি, অন্ধকারেই কাশ্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement