সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর দশম স্থান। দুরন্ত প্রত্যাবর্তন করে সোজা ফাইনাল। তবুও আইপিএল ট্রফি অধরা থেকে গেল সানরাইজার্স হায়দরাবাদের। মেগা টুর্নামেন্টের ফাইনালে দলের অসহায় আত্মসমর্পণ দেখে কান্নায় ভেঙে পড়েন দলের মালকিন কাব্য মারান। সেই দৃশ্য নিয়েই অসংখ্য মিম ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
রবিবার চিপকে কেকেআরের বিরুদ্ধে আইপিএল (IPL 2024) ফাইনাল খেলতে নামে হায়দরাবাদ। সেই ম্যাচে কেকেআরের দাপটে কার্যত উড়ে যায় অরেঞ্জ আর্মি। ফাইনাল দেখতে গ্যালারিতে হাজির ছিলেন দলের মালকিন কাব্য। হতশ্রী পারফরম্যান্স সত্ত্বেও হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন দলকে। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে দেখা যায়, চোখের জল ফেলছেন কাব্য। তবে জয়ী দল কেকেআরকে অভিনন্দন জানাতে হাততালি দিতে ভোলেননি। সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
কান্নায় ভেঙে পড়া কাব্যর ছবি প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়েন নেটিজেনরা। একের পর এক মিম ঘুরতে শুরু করে সোশাল মিডিয়ায়। 'ইয়ে দুখ কাহে খতম নেহি হোতা', 'রুলা দিয়া না বেচারি কো'র মতো জনপ্রিয় সংলাপ দিয়ে তৈরি হয়েছে প্রচুর মিম। সিনেমার দৃশ্য তুলে ধরেও মিম বানিয়ে ফেলেছেন নেটিজেনরা।
[আরও পড়ুন: ফাইনালের পর গম্ভীর-জয় শাহ কথা, জাতীয় দলের কোচের পদ পাকা? তুঙ্গে চর্চা]
অনেকের দাবি, চোখের জলেই পেট ভরে গিয়েছে সানরাইজার্স মালকিনের। কেউ কেউ এবার বলছেন, কাব্যর চোখে জল এনেছে কেকেআর (KKR)। তাই নাইটদের কোনওদিন ক্ষমা করা যাবে না। তবে হেরে গিয়েও যেভাবে জয়ী কেকেআরকে অভিনন্দন জানিয়েছেন কাব্য, সেই আচরণকে কুর্নিশ জানাতেও পিছপা হয়নি নেটদুনিয়া।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবার আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তার আগে ২০০৯ সালে অবশ্য অন্য নামে আইপিএল জিতেছিল হায়দরাবাদের দলটি। ২০১৮ সালে ফাইনালে উঠে চেন্নাইয়ের কাছে হারে অরেঞ্জ আর্মি। ৬ বছর পরে ফের আইপিএল ফাইনালে উঠলেও তীরে এসে তাদের তরী ডুবল। সদ্যসমাপ্ত আইপিএলে একের পর এক বড় রানের নজির গড়েছিল হায়দরাবাদ। ফাইনালে তাদের এমন একপেশে হার দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা।