shono
Advertisement

Breaking News

‘অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর দেশ ছেড়েছি’, ব্রিটেনে বিস্ফোরক মালিয়া

কেন্দ্র চুপ কেন? প্রশ্ন বিরোধীদের৷ The post ‘অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর দেশ ছেড়েছি’, ব্রিটেনে বিস্ফোরক মালিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Sep 12, 2018Updated: 08:03 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে প্যাঁচে ফেলে লন্ডনে বিস্ফোরক মন্তব্য করলেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ জানালেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেই দেশ ছেড়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ন’হাজার কোটি টাকার জালিয়াতি মামলা মিটমাটের জন্যই ওই বৈঠক বলেও জানান তিনি৷ মালিয়ার এই মন্তব্যের পরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা৷ কেন্দ্রের প্রতি আক্রমণ শানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ যদিও লিকার ব্যারনের দাবি নস্যাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ 

Advertisement

[রাফালে দিয়েই ঘায়েল করা হবে শত্রুদের: বায়ুসেনা প্রধান]

বুধবার, লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানিতে অংশ গ্রহণ করতে যান তিনি৷ সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এই চাঞ্চল্যকর দাবি পেশ করেন ঋণখেলাপি মামলায় অভিযুক্ত এই ভারতীয় লিকার ব্যারন৷ যদিও মালিয়ার মিটমাটের দাবি উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ জানান, তাঁর অফিস বা বাড়িতে নয়, সংসদেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসনে মালিয়া৷ তবে তাঁর পেশ করা সমস্ত প্রস্তাবই খারিজ করে দেন৷ এই প্রথম নয় এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারের অস্বস্তি বাড়িয়েছেন বিজয় মালিয়া৷ রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে তাঁকে৷ ভারতে ফিরিয়ে এনে তাঁকে রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহার করতে চাইছে সরকার৷ দু’মাস আগে এমনই মন্তব্য করে বিজেপিকে বেকায়দায় ফেলেন তিনি৷ জানান, উনিশের লোকসভা ভোটের আগে তাঁকে দেশে ফিরিয়ে এনে ভোট ব্যাংক মজবুত করতে চায় সরকার৷ দেশের মানুষের সামনে তাঁকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করাই কেন্দ্রের মতলব৷

এবার মালিয়া সরাসরি টেনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে৷ ইতিমধ্যে এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই তথ্য কেন দেশবাসীর কাছ থেকে এতদিন গোপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কি এই বৈঠকের বিষয়ে জানতেন না? সমালোচনার সুরে প্রশ্ন তুলেছেন আপ সুপ্রিমো৷

[কমিউনিস্ট চিনে আপত্তি নেই, সংঘের সভায় ব্রাত্য পাকিস্তান!]

উল্লেখ্য, ঋণখেলাপ করার অভিযোগে স্টেট ব্যাংক-সহ মোট ১৩টি ভারতীয় ব্যাংককে ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালিয়াকে৷ নির্দেশ দিয়েছে ব্রিটেনের আদালত৷ ২০১৬-তে যখন ভারত থেকে ব্রিটেনে পালিয়ে যান বিজয় মালিয়া, তখনই তাঁর কাছ থেকে ভারতীয় ব্যাংকগুলির পাওনা ছিল ৯ হাজার কোটি টাকা। কেবল ক্ষতিপূরণই নয় পাশাপাশি, সমগ্র বিশ্বে মালিয়ার ছড়িয়ে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ বহাল রেখেছে আদালত৷ জানিয়েছে, মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন এনফোর্সমেন্ট অফিসাররা। প্রয়োজন পড়লে মালিয়ার মালিকানাধীন জায়গায় প্রবেশও করতে পারবেন তদন্তকারীরা৷

The post ‘অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর দেশ ছেড়েছি’, ব্রিটেনে বিস্ফোরক মালিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement