shono
Advertisement

অকাল বৃষ্টিতে ভিজল রাজ্য, মেঘ কাটলেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের

কবে উন্নতি হবে আবহাওয়ার? The post অকাল বৃষ্টিতে ভিজল রাজ্য, মেঘ কাটলেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 AM Dec 27, 2019Updated: 09:31 AM Dec 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো ঘন কুয়াশা আবার তার উপর বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকেই মুখভার আকাশের। দু’য়ের সঙ্গতে একধাক্কায় প্রায় ৩ ডিগ্রি কমল  তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মেঘ কাটলেই সপ্তাহান্তে আরও কমতে পারে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত পড়তে পারে গোটা রাজ্যে।

Advertisement

হু হু করে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকছে বঙ্গে। আবার তার উপর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দু’য়ে মিলে চলতি সপ্তাহে যে বৃষ্টি হতে পারে, সেই সাবধানবাণী আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই আশঙ্কাই সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে শুরু করেছে গোটা রাজ্য। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। রাত থেকে অঝোর বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। শুক্রবার সকালের পরিস্থিতিও প্রায় একইরকম। এদিন সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। সঙ্গে ঘন কুয়াশার দাপট। সব মিলিয়ে এক ধাক্কায় তাপমাত্রা নামল বেশ কিছুটা। ৩ ডিগ্রি কমে শুক্রবার কলকাতার তাপমাত্রা দাঁড়াল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

[আরও পড়ুন: ফাঁপরে ‘ফেলুদা ফেরত’, জাতীয় উদ্যানের কাছে ড্রোন উড়িয়ে শুটিং করায় বিপাকে সৃজিত]

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। শনিবার দেখা মিলতে পারে রোদেরও। তারপর থেকেই হু হু করে কমতে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। এই কয়েকদিন কলকাতা-সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন শীতবিলাসীরা। তবে মঙ্গলবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। বুধবার পর্যন্ত প্রায় একইরকম তাপমাত্রা বজায় থাকবে। তাপমাত্রার পারদ চড়লেও ঠান্ডা উপভোগ করা সম্ভব বলেই দাবি আবহাওয়াবিদদের।

ক্রিসমাসের সময় তাপমাত্রার পারদ চড়েছিল খানিকটা। তাপমাত্রার নিরিখে সেভাবে শীতল না হলেও শীতলতার আমেজ উপভোগ করেছেন আমজনতা। বর্ষশেষেও পরিস্থিতি একইরকম হবে বলেই অনুমান হাওয়া অফিসের।

The post অকাল বৃষ্টিতে ভিজল রাজ্য, মেঘ কাটলেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement