shono
Advertisement

ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো

আধঘণ্টায় পৌঁছে গেল হাওড়া ময়দান।
Posted: 01:01 PM Apr 12, 2023Updated: 01:41 PM Apr 12, 2023

নব্যেন্দু হাজরা: কথায় আছে, মঙ্গলে ঊষা, বুধে পা। যথা ইচ্ছে তথা যা। সেই বুধেই সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো (Metro)। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক। বুধবার বেলা ১২টা নাগাদ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

বহু বাধা বিঘ্ন পার করে অবশেষে সফলভাবে রেকটি পৌঁছে গেল হাওড়া ময়দানে। এরপর শুরু হবে ট্রায়াল রান। বউবাজার বিপর্যয়ের পর কিছুটা শ্লথ হয়েছিল কাজের গতি। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে রওনা দেয়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেনটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। 

[আরও পড়ুন: ৯৯ বছরেও ছিলেন ধনকুবেরদের প্রথম সারিতে, প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা]

উল্লেখ্য, এসপ্ল্যানেড স্টেশন থেকে মহাকরণ, হাওড়া হয়ে হাওড়া ময়দান পৌঁছয় মেট্রোটি। মহাকরণ থেকে হাওড়া পৌঁছতে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ দিয়ে ছোটে। এরপর কোনও বাধাবিঘ্ন ছাড়াই আধঘণ্টায় রেকটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। 

 

প্রসঙ্গত, রবিবারের দুপুরে গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটানোর কথা ছিল। এসপ্ল‌্যানেডে এসেই সফর থেমে যায়। তবে কোনও বিপত্তি ছাড়াই বউবাজারের মাটির তলার অংশ পার করেছিল দু’টি রেক। ব‌্যাটারিচালিত গাড়ি দিয়ে ঠেলে রেক দু’টিকে শিয়ালদহ থেকে এসপ্ল‌্যানেডে নিয়ে আসা হয়েছিল। এবার হাওড়া ময়দানে পৌঁছে গেল  মেট্রোটি। তারপর শুরু হবে ট্রায়াল রান।

[আরও পড়ুন: মালদহের বন্যাত্রাণের টাকা নয়ছয়! CAG তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement